আজকাল ওয়েবডেস্ক: সোমবার বিকেলে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ হাট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত আমিন শেখের বাড়ি সুতি এলাকার হিলোরা গ্রামে।সেলিনা বেওয়া নামক আর এক মৃতের বাড়ি সুতির সাজুর মোড় এলাকায়।

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে সুতি থানার সাজুর মোড় এলাকা থেকে একটি অটো করে কয়েকজন ব্যক্তি জঙ্গিপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় জঙ্গিপুরের দিকে যাওয়া একটি লরি, অটোটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় অটোতে বসে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিন এবং সেলিনার।

 

 

স্থানীয় বাসিন্দারাই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় আহিরণ ফাঁড়ির পুলিশও। স্থানীয়দের এবং  পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে তার বিস্তীর্ণ অংশে বেশ কিছুদিন ধরে ১২ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে।

 

 

ফলে, জাতীয় সড়কের একটি লেন বন্ধ রয়েছে। চালু থাকা লেনটি ধরে আপ এবং ডাউনের সমস্ত গাড়ি চলাচল করছে। তাদের দাবি, সোমবার বিকেলে লরিটি দ্রুত গতিতে অটোটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে গিয়ে সেটির পেছনে ধাক্কা মারে। ইতিমধ্যেই, আহিরণ ফাঁড়ির পুলিশ ঘাতক লরি এবং তার ড্রাইভারকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।