আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে বৃষ্টি বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদা এবং উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।

 

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।

 

 

ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে, ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

 

 

মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ থাকলেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।