আজকাল ওয়েবডেস্ক: উত্তপ্ত সন্দেশখালি। শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ তৈয়েব খানের আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কাছাড়ি এলাকায়। এই পরিস্থিতিতে সন্দেশখালি গিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। এদিনই আবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেল বিজেপি–র মহিলা প্রতিনিধি দল। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া সেই প্রতিনিধি দলকে ভোজেরঘাট এলাকায় আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দলবল নিয়ে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাঁকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু সন্দেশখালি থানার সামনে সুকান্তর অবস্থান বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রেপ্তারও করা হয় তাঁকে। পরে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। সেই ঘটনার জেরেই হয়ত লকেটদের আটকানো হল। যদিও লকেট বলেছেন, পরীক্ষার কারণ দেখিয়ে তাঁদের সন্দেশখালি যাওয়া আটকানো হচ্ছে। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান লকেট।
