অরিন্দম মুখার্জি: নারী নিরাপত্তা এবং বর্তমানে আরজিকর কাণ্ডের পরিস্থিতিকে মাথায় রেখে পুরুলিয়া জেলা পুলিশ পুজোর মুখে এক বড় পদক্ষেপ গ্রহণ করল।পুরুলিয়া জেলার সদরে পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। বর্তমানে নারী নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই পুরুলিয়া জেলা পুলিশ সুপারের মাথায় আসে পিঙ্ক মোবাইল ভ্যান চালু করতে হবে।
এই পিঙ্ক মোবাইল ভ্যান সব স্থানে ঘুরে ঘুরে নারীদের সুরক্ষিত করে তুলবে। এই ভ্যান মূলত নারীরা যেসব জায়গায় পড়াশোনা বা কর্মরত বা থাকেন সেই সব জায়গায় বিশেষভাবে টহল দেবে। পিঙ্ক ভ্যান সারা শহর জুড়ে ঘুরবে এবং রাস্তাঘাটে যে কোনও পুরুষ যদি কোনও নারীর প্রতি কটুক্তি করে সেই ক্ষেত্রে এই পিঙ্ক মোবাইল ভ্যান তাদের টহলদারির মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। পুরুলিয়ার জেলা পুলিশ সুপার জানান, মূলত চারটি সদরেই এই পিঙ্ক মোবাইল ভ্যান ঘুরে বেড়াবে। এখন একটি সদরে প্রত্যেকদিন ঘুরবে আর তিনটি সদরে দুদিন করে ঘুরবে। মোবাইল ভ্যানে একজন মহিলা আধিকারিক এবং তিনজন করে মহিলা কনস্টেবল থাকবে। তারা স্কুল, কলেজ, অফিস এলাকা, ইউনিভার্সিটি, হাসপাতাল এবং মহিলারা যে হোস্টেলে থাকেন সেখানেও তারা টহল দেবে। যাতে মহিলাদের উপরে যদি কোনও ভাবে দেখে কিছু ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে এই ভ্যান যথাযথভাবে পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবে।
মূলত পুরুলিয়া শহরে বড় চারটে পুজো হয়। সেই পুজোগুলোতেও এই পিঙ্ক ভ্যান গুলো টহল দেবে। এছাড়া অভিজিৎ ব্যানার্জি জানান, 'আমরা পুজো গাইডের উদ্বোধন করেছি। যাতে সহজ ভাবে প্রত্যেক দর্শনার্থী এই পুজোর সময় পুজো প্যান্ডেলগুলো ঠিক মতো দর্শন করে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন। এই পুরুলিয়া যেহেতু বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত, সেই জন্য সুরক্ষার দিকটা বেশি করে মাথায় রাখতে হয়। আগামী দিনে আমরা আরও সুরক্ষার জন্য পদক্ষেপ করতে চলেছি। পুরুলিয়া জেলার মহিলাদের মধ্যে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তারা নিজেদের সুরক্ষিত মনে করছেন এবং প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন পুলিশের তরফ থেকে নারী সুরক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপকে।'
