আজকাল ওয়েবডেস্ক: পায়ে হেঁটে যাচ্ছিলেন মন্দিরে। পথেই মর্মান্তিক পরিণতি একের পর এক তীর্থযাত্রীর। ট্রাকের ধাক্কায় পিষে মৃত্যু একাধিক তীর্থযাত্রীর। গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের মোরবি জেলায়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল মোরবি জেলায় মালিয়া গ্রাম ও জামনগরের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। পুণ্যার্থীরা দ্বারকায় যাচ্ছিলেন পায়ে হেঁটে। আচমকাই সজোরে এসে একটি ট্রাক তাঁদের পিষে দেয়। 

ঘটনাস্থলেই চারজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক পুণ্যার্থী। তাঁকে মোরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ওই পুণ্যার্থীরা সারভাদ গ্রামের একটি মন্দিরে আরও কয়েকজন পুণ্যার্থীর সঙ্গে সারারাত ছিলেন। সকাল হতেই পায়ে হেঁটে দ্বারকার উদ্দেশ্যে রওনা দেন। 

ওই পুণ্যার্থীদের পিছনে কয়েক কিলোমিটার দূরে আরও কয়েকজন পুণ্যার্থী ছিলেন। সকলেই পায়ে হেঁটে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বাকিরা। সেখানেই চারজন পুণ্যার্থীকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, মৃত পুণ্যার্থীরা সকলেই বনসকন্ঠ জেলার বাসিন্দা ছিলেন। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরেই ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজেও তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

গত অক্টোবরে এমন আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হয়নি। গভীর খাদে উল্টে পড়ে যাত্রীবাহী ট্রাক। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকেই মৃত্যুমিছিল। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছিলেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা ছিল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, নন্দুরবার জেলায় যাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ১৫ জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

তালোডা থানার অন্তর্গত চান্দসৈলি ঘাট এলাকায় শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। একটি তীর্থক্ষেত্র থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল মিনি ট্রাকটি। তাতে ৪০ জন পুণ্যার্থী ছিলেন। মাঝ রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। 

বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্শধারকারী দল। দুর্ঘটনায় অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছিল। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছিল। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ট্রাকের চালক সহ আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং তাঁর গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছিল বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল পুলিশ। ঘটনাটি ঘিরে এখনও তদন্ত চলছে। অষ্টম্বা দেবী মন্দির দর্শন করে পুণ্যার্থীরা ফিরছিলেন। এটি বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয়। মহারাষ্ট্র ও গুজরাট থেকে বহু ভক্ত এখানে আসেন। এটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। তা জানা সত্ত্বেও বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগ উঠেছিল চালকের বিরুদ্ধে।