কমলিনী এবং স্বতন্ত্রের জীবন থেকে যেন সমস্যা এবং বিপদ, কোনওটাই পিছু ছাড়ছে না। সবেই যখন তাঁরা জটিলতা কাটিয়ে, একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল, গোটা পরিবার একত্রে বেড়াতে যাচ্ছিল সেই সময় আবার নতুন বিপদে জড়িয়ে পড়ল।
'চিরসখা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানেই দেখা যাচ্ছে যে স্বতন্ত্র এবং কমলিনীর জীবনে নতুন ঝড় উঠতে চলেছে। বেড়াতে যাওয়ার পথে তাদের গাড়ি ডাকাতদের কবলে পড়ে। ডাকাতি হয়ে তাঁদের গাড়িতে। শুধু তাই নয়, সেই ডাকাতরা মিঠিকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পর সকলেই দিশেহারা হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে মিটিল, কমলিনীরা সকলেই।
মেয়ের হদিস পেতে স্বতন্ত্র তড়িঘড়ি থানায় ফোন করে। জানায় তারা মিহিরপুর যাচ্ছিল। হাইওয়ে থেকে গ্রামের রাস্তার দিকে বাঁক নিতেই জঙ্গল মতো যে জায়গা আছে সেখানেই ডাকাতরা হামলা করে তাদের গাড়ি। তুলে নিয়ে গিয়েছে মিঠিকে। সাহায্যের আবেদন করে।
কমলিনী কান্নায় ভেঙে পড়লে তাকে সামলায় তার ননদ। আশ্বাস দিয়ে বলে, মিঠিকে ঠিক পাওয়া যাবে। তবে, অন্যদিকে, মিঠির নতুন প্রেমিক তাকে খোঁজার চেষ্টা করে। কিন্তু পায় না। হতাশ হয়ে ফিরে আসে। আতঙ্কের চোটে প্রশ্ন তোলে মিঠিকে পাচার করে দেওয়া হয় তবে? এখন শেষ পর্যন্ত কী ঘটবে সেটাই দেখার। মিঠিকে খুঁজে পাওয়া যাবে নাকি সে সত্যিই পাচার হয়ে যাবে? সত্যিই কি ডাকাতি হয়েছিল, নাকি এটাও কারও ষড়যন্ত্র, হলে কার, সেটা আগামী দিনেই বোঝা যাবে। তবে এই নতুন প্রোমো থেকে এটুকু স্পষ্ট যে গল্পে দারুণ টুইস্ট আসতে চলেছে।
একদিকে যখন মিঠির জীবনে এমন একটা বিপর্যয় ঘটে গেল, সেই সময় বিশেষ ভাল যাচ্ছে না মিটিল এবং বাবিনের সম্পর্কটাও। কিন্তু ঠিক কোন জটিলতা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। তবে সম্প্রতি দেখানো হয়েছে, মিটিল এবং বাবিনের মধ্যে কী হয়েছে তা কমলিনী এবং স্বতন্ত্র জানার চেষ্টা করছে। জবাবে মিটিল কেবল জানায় বাবিন তাকে সময় দিচ্ছে না।
প্রসঙ্গত 'চিরসখা' ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে। অন্য ধরনের প্রেমের গল্প ভালই সাড়া পাচ্ছে। টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। স্টার জলসার পর্দায় রোজ রাত ন'টা নাগাদ সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা ঘোষ দাস, সুদীপ মুখোপাধ্যায়।
