আজকাল ওয়েবডেস্ক:‌ ১০০ টাকাতেই দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে বিশ্বকাপ। ইডেনে হবে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ। এছাড়া সুপার এইট পর্বের একটি ম্যাচ ছাড়াও হবে প্রথম সেমিফাইনাল।


বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (‌সিএবি)‌ টিকিটের তালিকা প্রকাশ করেছে। সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা আর সর্বোচ্চ মূল্যের টিকিট হল ১০ হাজার টাকা।


রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে। তিন ধরনের ম্যাচের টিকিটের দাম তিন রকম।


গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ বমান ইতালি ম্যাচের টিকিটের দাম ১০০ টাকা থেকে ৪ হাজার টাকা। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪,০০০ টাকা। লোয়ার ব্লক বি এবং এল–এর টিকিটের দাম ১,০০০ টাকা। লোয়ার ব্লক সি, এফ এবং কে–এর টিকিটের দাম ২০০ টাকা। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে–র টিকিটের দাম ২০০ টাকা। আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১–এর টিকিটের দাম ১০০ টাকা রাখা হয়েছে।


আবার গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম তুলনায় একটু বেশি। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৫,০০০ টাকা। লোয়ার ব্লক বি এবং এল–এর টিকিটের দাম ১,৫০০ টাকা। লোয়ার ব্লক সি, এফ এবং কে–এর টিকিটের দাম ১,০০০ টাকা। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে–র টিকিটের দাম ৫০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১–এর টিকিটের দাম ৩০০ টাকা। 


সুপার এইট পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম আবার অনেকটাই বেশি রাখা হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০,০০০ টাকা। লোয়ার ব্লক বি এবং এল–এর টিকিটের দাম ৩,০০০ টাকা। লোয়ার ব্লক সি, এফ এবং কে–এর টিকিটের দাম ২,৫০০ টাকা। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে–র টিকিটের দাম ১,৫০০ টাকা। আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১–এর টিকিটের দাম ৯০০ টাকা রাখা হয়েছে সিএবি–র তরফে। 


প্রসঙ্গত, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত অভিযান শুরু করছে ৭ ফেব্রুয়ারি। ওয়াংখেড়েতে সূর্যকুমাররা খেলবেন আমেরিকার বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টিম ইন্ডিয়া নামবে নামিবিয়ার বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি ভারত–পাক মহারণ হবে শ্রীলঙ্কায়। আবার ১৮ ফেব্রুয়ারি ভারতের খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। খেলাটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 


সুপার এইটে ভারত একটি ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। যেটি ১ মার্চ হওয়ার কথা।