আজকাল ওয়েবডেস্ক:‌ গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি। তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে খড়দহ থানার অন্তর্গত পানিহাটির পিবি গঙ্গার ঘাটে।


জানা গেছে মৃতের নাম আবদুল আনসারি। বয়স ১২। বাড়ি কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। রবিবার দুই বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল সে। বিকেলে পিবি ঘাটে নেমেছিল আবদুল। গঙ্গায় নামার সময় জলের টানে পা পিছলে তলিয়ে যায় সে। সাহায্যের জন্য তখন বাকি দুই বন্ধু চিৎকার করলেও লাভ হয়নি। কারণ ঘাট সংলগ্ন এলাকায় কেউ ছিল না। ফলে জলের টানে ভেসে যায় সে। বন্ধুরাই আবদুলের পরিবারের কাছে খবরটি পৌঁছে দেয়।


ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ গঙ্গায় তল্লাশি শুরু করে। নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কয়েক ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় কিশোরের মৃতদেহ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।