আজকাল ওয়েবডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হবে শনিবার। টিম ইন্ডিয়ার। একইসঙ্গে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণাও হবে বলে জানা গিয়েছে।
৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ৮ মার্চ। জানা গেছে, শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি দল নির্বাচনী সভায় বসবেন। ওই বৈঠকেই বিশ্বকাপের দল ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হবে।
ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজ শুক্রবারই শেষ হয়ে যাচ্ছে। তাই হেড কোচ গৌতম গম্ভীরও দল নির্বাচনী সভায় উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বৈঠকে উপস্থিত থাকবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে দল নির্বাচনী বৈঠকে বসবে অজিত আগরকারের নেতৃত্বে জাতীয় নির্বাচক কমিটি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের দলও ঘোষণা করা হবে। দল নির্বাচনী বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার।’
এটা ঘটনা, টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত রয়েছে সহজ গ্রুপে। এ গ্রুপে থাকা ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। খেলা হবে মুম্বইয়ে। ১২ ফেব্রুয়ারি দিল্লিতে ভারতের প্রতিপক্ষ নামিবিয়া। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসায় ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। ১৮ ফেব্রুয়ারি ভারত গ্রুপের শেষ ম্যাচ খেলবে আমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
এর আগে ২০০৭ ও ২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এবার সূর্যরা নামবেন খেতাব রক্ষার লড়াইয়ে। দল কেমন হয় সেদিকেই সবার নজর।
দল নির্বাচনে কয়েকটি নাম নিয়ে আলোচনা হবে নিশ্চিত। যেমন সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংরা দলে থাকবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে রিঙ্কু সুযোগ পাননি। সঞ্জু থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে এখনও খেলার সুযোগ পাননি। উইকেটরক্ষক হিসেবে খেলছেন জিতেশ শর্মা। তরুণ উইকেটরক্ষকের উপর গম্ভীরের ভরসা অনেকটাই বেশি।
