আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপুলিশের ডিজি ছিলেন, বুধবারই সেই পদ থেকে অবসর নিয়েছেন মনোজ মালব্য। জল্পনা ছিল, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর গ্রহণ করলেও, তাঁকে ফেরানো হবে বিশেষ পদে। বুধবারই জানা গেল, রাজ্য পুলিশের উপদেষ্টা হলেন তিনি। বৃহস্পতিবার থেকেই তাঁকে ওই পদে নিয়োগ করা হয়েছে। আগামী তিন বছর তিনি রাজ্য পুলিশের উপদেষ্টা থাকবেন। পূর্বতন ডিজি সি বীরেন্দ্রর পর রাজ্য পুলিশের ডিজির পদ সামলেছেন ১৯৮৬ সালের ব্যাচের আইপিএস মনোজ মালব্য। এবার সেই দায়িত্ব সামলাবেন ১৯৮৯ সালের ব্যাচের আইপিএস রাজীব কুমার। মালব্যর পদে রাজীবের আগমন নিয়ে ভালই জল্পনা ছিল গত কয়েকদিন ধরে। বুধবার জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য পুলিশের ডিজি পদে তাঁর নামের পাশেই পড়ে সিলমোহর।