আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানে একইদিনে বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের। এঁরা সকলেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। সকলের মৃত্যুই মাঠে কাজ করতে গিয়ে হয়েছে বলে জানা গিয়েছে। মৃতরা আউশগ্রামের সঞ্জয় হেমব্রম (২৮), মাধবডিহির সনাতন পাত্র (৬০), রায়নার অভিজিৎ সাঁতরা (২৫), মঙ্গলকোটের বুড়ো মাড্ডি (৬৪) এবং খণ্ডঘোষের পরিমল দাস (৩২)।
জানা গিয়েছে, এদিন সঞ্জয় যখন আউশগ্রাম থানার গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের দেয়াশা গ্রামের মাঠে কাজ করছিলেন তখন আচমকাই বিরাট শব্দে একটি বাজ পড়ে। সেখানেই লুটিয়ে পড়েন সঞ্জয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ধান রোয়ার কাজ করতেন। তাঁর বাড়ি ভেদিয়া গ্রামে। তিনি আউশগ্রাম থানার গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের দেয়াশা গ্রামে মাঠে যখন কাজ করছিলেন তখনই এই দুর্ঘটনা ঘটে। সঞ্জয় ভাতার থানার অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী পাড়ায় তাঁর মামারবাড়ি গিয়েছিলেন মামার চাষের জমিতে কাজ করার জন্য। সেইসময় তুমুল বৃষ্টির মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে মাধবডিহির ঘটনায় জানা গিয়েছে, মৃত সনাতনের বাড়ি মাধবডিহি গ্রামে। বৃহস্পতিবার সকালে তিনি তাঁর পাশের গ্রাম আলমপুরের মাঠে যখন চাষের কাজ করছিলেন তখন আচমকাই বজ্রপাতে সনাতন গুরুতর জখম হন। স্থানীয় মাধবডিহি থানার পুলিশ উদ্ধার করে তাঁকে আলমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে মৃত অভিজিতের বাড়ি রায়নার ১ নম্বর ব্লকের তেণ্ডুল গ্রামে। এদিন তিনি যখন জমিতে চাষের কাজ করছিলেন তখন বজ্রপাতে তাঁর মৃত্যু ঘটে। পাশাপাশি মৃত বুড়ো মাড্ডি মঙ্গলকোটের চানক কৃষ্ণপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তিনি যখন মাঠে ধান রোয়ার কাজ করছিলেন তখন বজ্রপাতে তাঁর মৃত্যু ঘটে। আরেক মৃত পরিমল খণ্ডঘোষের শেরপুরের বাসিন্দা। এদিন তিনি মাধবডিহি থানার মাঠে যখন ধান রোয়ার কাজ করছিলেন তখন বজ্রপাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি এই জেলাতেই পরপর পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় আহত হলেন চারজন। এদিন পূর্ব বর্ধমানের ভাতারের ভূমশোরের মাঠে পরপর তিনটি বজ্রপাতের ঘটনা ঘটে। প্রথম বজ্রপাতে কেউ আহত হয়নি। দ্বিতীয় বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হন। আহতদের মধ্যে আছেন বাবা শেখ নাসির ও দুই ছেলে ইব্রাহিম ও শেখ হাসিব। এর পাশাপাশি আরেকটি যে বজ্রপাতের ঘটনা ঘটে সেখানে আহত হন বলগোনা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখ। আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাঝে কয়কেদিন আবহাওয়া একটু বদলেছিল। বৃষ্টি থেমে রোদ, গরম। তবে ফের বদলে যাচ্ছে আবহাওয়া। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। হাওয়া অফিস জানাচ্ছে, এক নিম্নচাপ সরতেই, তৈরি হয়েছে আরও এক নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওডিশা উপকূলের দিকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
