চলতি মাসেই তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। আর এই শুভ যোগের কারণেই ধনপ্রাপ্তি থেকে শুরু করে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে একাধিক রাশির। লক্ষ্মীর অঢেল কৃপা পাবেন কারা, কাদের উপরেই বা হবে অর্থবর্ষা, জেনে নিন। ছবি-সংগৃহীত
2
5
আগামী ২০ ডিসেম্বর শুক্র গ্রহ প্রবেশ করছে ধনু রাশিতে। এরপর ২৯ ডিসেম্বর এই একই রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহও। আর সেই কারণেই বছরের একদম শেষে, ২৯ ডিসেম্বর তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। জেনে নিন কারা লাভবান হবেন। ছবি-সংগৃহীত
3
5
মেষ: লক্ষ্মী নারায়ণ রাজযোগের কারণে হঠাৎ ধনপ্রাপ্তি হবে এই রাশির জাতকদের। যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা দারুণ খ্যাতি অর্জন করবেন। যাঁদের বিয়ের কথাবার্তা চলছে, তাঁরা এই সময় ভাল সম্মন্ধ পাবেন। এতদিন যে কঠোর পরিশ্রম করেছে, তার জন্য প্রশংসা পাবেন কাজের জায়গায়। পদোন্নতির যোগও রয়েছে। ছবি-সংগৃহীত
4
5
ধনু: সামাজিক মান, সম্মান বৃদ্ধি পাবে এই সময়। জীবনসঙ্গীর সঙ্গে যে ভুল বোঝাবুঝি চলছে, সেটা মিটবে। সঙ্গীত, সাহিত্যর সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের এই সময় নামডাক হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে আরও। ছবি-সংগৃহীত
5
5
মকর: আয় বাড়ানোর নতুন উপায় পাবেন। দ্রুত গতিতে বাড়বে আপনার উপার্জন। হতে পারে পদোন্নতি বা পেতে পারেন নতুন চাকরি। সোনা বা রুপোর জিনিস কিনলে বা তাতে বিনিয়োগ করলে এই সময়, ভবিষ্যতে সুফল পাবেন। মার্কেটে কোনও টাকা আটকে থাকলে সেটা ফেরত পাবেন। ছবি-সংগৃহীত