আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিতে অশান্তি ছড়ানোর অভিযোগে এবার গ্রেপ্তার আইএসএফ নেত্রী আয়েশা বিবি। শনিবার রাতে মিনাখাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বসিরহাট মহকুমা আদালতে তাঁকে তুলে হেফাজতে চাইবে পুলিশ।
উল্লেখ্য, সন্দেশখালিতে অশান্তি ছড়ানোর অভিযোগে এর আগে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহ গ্রেপ্তার হন।
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবু হাজরা।
৫২ দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হননি শাহজাহান শেখ। এমনকী তাঁর ভাই সিরাজুদ্দিনও অধরা।