২০২৬-এ বড়সড় পরিবর্তন আধার কার্ডে, না জানলে এখনই জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫ : ০৮
শেয়ার করুন
1
8
ভারতে আধার কার্ড এখন নাগরিক জীবনের এক অপরিহার্য ডকুমেন্ট। ব্যাংক থেকে শুরু করে সরকারি ভর্তুকি- সব ক্ষেত্রেই আধারের প্রয়োজন পড়ে। তাই আধার সংক্রান্ত যে কোনও নীতি পরিবর্তন সরাসরি কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে। ২০২৫ সালে আধার কার্ডে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
2
8
২০২৫ সালে UIDAI আধারকে আরও সুরক্ষিত ও ডিজিটাল করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর ফলে পরিষেবার মান যেমন উন্নত হয়েছে, তেমনই ব্যবহারকারীদের ভোগান্তিও কমার কথা। সরকারের দাবি, এই পরিবর্তনগুলি নাগরিক স্বার্থেই আনা হয়েছে।
3
8
২০২৫ সালে আধার আপডেটের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে বায়োমেট্রিক আপডেটের জন্য যেখানে ১০০ টাকা লাগত, এখন সেখানে দিতে হবে ১২৫ টাকা। আঙুলের ছাপ, চোখের ছবি ও ছবি আপডেটের ক্ষেত্রেই এই বাড়তি খরচ প্রযোজ্য।
4
8
শুধু বায়োমেট্রিক নয়, ডেমোগ্রাফিক আপডেটের খরচও বৃদ্ধি পেয়েছে। নাম, ঠিকানা বা মোবাইল নম্বর সংশোধনের জন্য আগে ৫০ টাকা লাগলেও এখন তা ৭৫ টাকা করা হয়েছে। UIDAI জানিয়েছে, পরিষেবার মান উন্নত করতেই এই ফি বৃদ্ধি করা হয়েছে। তবে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ পড়ছে বলেও মত উঠছে।
5
8
২০২৫ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো নতুন আধার অ্যাপের সূচনা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটালভাবে আধার সংরক্ষণ করতে পারবেন। ফলে সবসময় কার্ড সঙ্গে নিয়ে ঘোড়ার প্রয়োজন আর থাকছে না। এটি আধার ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলেছে।
6
8
নতুন আধার অ্যাপে উন্নত নিরাপত্তা ব্যবস্থার ব্যবহার করা হয়েছে। QR কোডের মাধ্যমে তাৎক্ষণিক আধার যাচাই করা সম্ভব হচ্ছে। এর ফলে পরিচয় জালিয়াতি ও প্রতারণার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তথ্য সুরক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
7
8
এই অ্যাপের সবচেয়ে সুবিধাজনক দিকগুলির একটি হল ঘরে বসেই মোবাইল নম্বর আপডেট করার সুযোগ। এর জন্য আর আধার সেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। এতে সময় ও খরচ- দুটোই বাঁচবে। ডিজিটাল পরিষেবার পথে এটি একটি বড় পদক্ষেপ।
8
8
UIDAI জানিয়েছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে আরও বহু পরিষেবা যুক্ত করা হবে। ঠিকানা পরিবর্তন, নাম সংশোধন ও ইমেল আইডি আপডেটের সুবিধাও শিগগিরই চালু হতে পারে। এতে আধার সংক্রান্ত অধিকাংশ কাজই অনলাইনে সম্পন্ন করা যাবে। ফলে সাধারণ মানুষের জন্য আধার ব্যবস্থাপনা আরও সহজ হবে।