বলিউডে এমন কিছু নাম আছে, যাদের বয়স কেবল ক্যালেন্ডারে বাড়ে, পর্দায় নয়। তাঁদের অন্যতম অনিল কাপুর। আজ যখন তাঁর বয়স ৬৯, তখনও তাঁর ঝলক, এনার্জি আর ক্যারিশমা যেন আগের মতোই টাটকা। চার দশকের বেশি সময় ধরে অনিল কাপুর শুধু তারকা নন, তিনি বলিউডের এক আবেগ, এক ধারাবাহিক ‘এভারগ্রিন’ উপস্থিতি। জন্মদিনের উপলক্ষে দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ারের গর্বের ৮টি সেরা ছবি, যেগুলো তাঁকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।
2
8
মিঃ ইন্ডিয়া: এই ছবিই যেন অনিল কাপুরের ‘স্টার পরিচয়’। সাধারণ অথচ হৃদয়বান একজন মানুষের চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘মিস্টার ইন্ডিয়া’। অদৃশ্য হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এই গল্প আজও দর্শকের কাছে সমান প্রিয়। এখনও বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক হিসেবে গণ্য করা হয় এই ছবি।
3
8
লমহে: যশ চোপড়ার এই ছবিতে অনিল কাপুরকে দেখা গিয়েছিল এক অভিনব আবেগী চরিত্রে। যুবক থেকে পরিণত মানুষের মানসিক দোলাচল, ভালবাসা ও দ্বিধা সবকিছু মিলিয়ে ছবিটি তাঁর অভিনয়জীবনের অন্যতম সাহসী কাজ। সমালোচকদের প্রশংসা এবং দর্শকের ভালবাসা, দুটোই একসঙ্গে পেয়েছিলেন তিনি।
4
8
পুকার: রাজকুমার সন্তোষীর এই ছবিতে এক সেনা অফিসারের চরিত্রে অনিল দেখিয়ে দিয়েছিলেন কতটা শক্তিশালী অভিনেতা তিনি। নির্দোষ প্রমাণের লড়াই, আবেগ ও দৃঢ়তা সব মিলিয়ে এই চরিত্র তাঁকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। ছবিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর আগুনে রসায়ন এই ছবিকে নিয়ে দিয়েছিল অন্য মাত্রা।
5
8
বিরাসত: বিদেশফেরত এক যুবক থেকে গ্রামের দায়িত্ববান মানুষের রূপান্তর -‘বিরাসত’-এ অনিল কাপুরের অভিনয় ছিল নিখুঁত। প্রয়াগদর্শনে পরিবার, গ্রাম, সম্পর্ক এবং দায়িত্ববোধ সব কিছুর টানাপড়েনকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এই ছবিই প্রমাণ করে, অনিল শুধু ফর্মুলা মেনে চলা কোনও পর্দার নায়ক নন, একজন দুরন্ত অভিনেতাও।
6
8
স্লামডগ মিলিওনেয়ার: হলিউডে ভারতীয় ছোঁয়া এনে দেওয়া এই আইকনিক ছবিতে গেম শো হোস্টের চরিত্রে অনিল কাপুর ছিলেন দুর্দান্ত। তাঁর ক্যারিশমাটিক স্ক্রিন প্রেজেন্স ছবিটিকে আরও বাস্তব ও এনার্জেটিক করে তুলেছিল। ছবিটি জিতেছিল একাধিক অস্কার এবং অনিল হয়ে উঠেছিলেন গ্লোবাল আইকন।
7
8
তেজাব: ‘এক দো তিন’-এর সেই ঝড় তোলা সময়ের কথা কে ভুলতে পারে! রাফ অ্যান্ড টাফ চরিত্রে অনিলের আগুনঝরা অভিনয় তাঁকে বানিয়েছিল অ্যাকশন-স্টার। আবেগ, প্রতিশোধ আর স্টাইল, সব দিক দিয়েই অনিল ছিলেন ছবির প্রাণকেন্দ্র।
8
8
নায়ক: দ্য রিয়েল হিরো - এক দিনের জন্য মুখ্যমন্ত্রীর ভূমিকায় এক সাধারণ সাংবাদিক। এই চরিত্রে অনিল কাপুর যেন একাই বহন করেছিলেন গোটা ছবিকে। রাজনৈতিক সাহস, মানবিকতা আর দৃঢ় অবস্থান... ‘নায়ক’-এ তাঁর পারফরম্যান্স এখনও দর্শকের কাছে অনুপ্রেরণা।