আজকাল ওয়েবডেস্ক: ভ্যান একটাই, অথচ দুর্ঘটনা দু'জায়গায়৷ দুটি ভিন্ন জায়গায় একটাই পিকআপ ভ্যানের কারণে প্রাণ হারান দুই বাইক আরোহী। খবর অনুযায়ী, ঘটনায় নিহত হয়েছেন পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। তাঁর নাম উত্তর রায়। অন্য একজন হলে মলিন রায়। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এই দু্র্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পানিকৌড়ি এলাকায়৷ ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘাতক গাড়ি প্রথমে ধাক্কা মারে মলিন রায়কে৷ এটি ঘটে সরকারপাড়ায়৷ পরে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় বাগডোগরা মোড়ে তৃণমূলের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি উত্তমকে পিষে দেয় ওই একই গাড়ি। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত দুজনকেই মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনা ঘিরে কার্যত মারমুখী হয়ে ওঠে জনতা সহ গোটা এলাকা৷ প্রথমে সকলে ঘাতক গাড়িটি আটক করে। তারপর গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা৷ পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এই ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, "খুবই দুঃখের বিষয়। ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমে মলিন রায় নামে এক ব্যক্তিকে মারে ঘাতক গাড়িটি। পরবর্তীতে আমাদের অঞ্চল সভাপতি উত্তম রায়কে পিষে দিয়ে চলে যায়। আমরা খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে আসি। কিন্তু তার আগেই সব শেষ।"