আজকাল ওয়েবডেস্ক:‌ বড়রা যা পারেনি। ছোটরা তা করে দেখিয়েছে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ভারতকে হারিয়ে। এরপরেই পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা দেশে ফিরতেই চরম উন্মাদনা। রীতিমতো উৎসবের মেজাজ দেখা গিয়েছে ইসলামাবাদ বিমানবন্দরের বাইরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্লেয়ার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন। দলের মেন্টর সরফরাজ আহমেদ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক প্লেয়ারকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ লক্ষ টাকা। 


প্রসঙ্গত, আয়ূষ মাত্রের ভারতকে ১৯১ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তবে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের আচরণে খুশি নন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। ভারতের ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব চোখে পড়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের।


এটা ঘটনা, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত–পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। সূর্যকুমার যাদবরা এশিয়া কাপে একবারও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। ছোটদের এশিয়া কাপেও আয়ুষ, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুরা পাক ক্রিকেটারদের সঙ্গে কথা বলেননি। করমর্দনও করেননি।


রবিবার ফাইনালে দু’দলের ক্রিকেটারদের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। তার পর ভারতীয় দলের বিরুদ্ধে সরব হয়েছেন সরফরাজ। তিনি বলেছেন, ‘ম্যাচে ভারতীয়দের আচরণ ভাল ছিল না। ক্রিকেটীয় দিক দিয়েও ওদের আচরণ অনৈতিক।’ তিনি আরও বলেছেন, ‘ফাইনালের পর আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রেখে উৎসব করেছি। আমি মনে করি, ক্রিকেটে স্বাভাবিক সৌজন্য বজায় থাকা উচিত। মাঠে সকলের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব থাকা উচিত। কিন্তু ভারতীয় দল তা করেনি। ওরা ওদের মতো ছিল।’


এটা ঘটনা, সূর্যকুমার যাদবদের মতো আয়ুষেরাও এক রকম উপেক্ষাই করেছেন পাকিস্তানের ক্রিকেটারদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে পুরস্কার নেননি আয়ুষরা। এমনকি নকভি যে মঞ্চে ছিলেন, সেই মঞ্চেও ওঠেননি তাঁরা।

এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। এখনও অবধি ২০২৫–২০২৭ সার্কেলে ভারত খেলেছে ৯ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২–২ ড্র হয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হারতে হয়েছে। আর এরপরেই পয়েন্ট তালিকায় পিছতে শুরু করেছেন শুভমান গিলরা।