এসবিআই ৪৪৪-দিনের এফডি-তে সর্বশেষ সুদের হার: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) অমৃত বৃষ্টি বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্পে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৬.৬ হারে সুদ দিচ্ছে।
2
8
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ৪৪৪-দিনের এফডি-তে সুদের হার: ৪৪৪-দিনের ফিক্সড ডিপোজিট প্রকল্পে সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক সুদের হার বাড়িয়ে ৬.৬ শতাংশ করেছে।
3
8
আইওবি ৪৪৪-দিনের বিশেষ এফডি-তে সুদের হার: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের ৪৪৪-দিনের এফডি-তে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৬.৭ শতাংশ গারে সুদ দিচ্ছে।
4
8
বিওবি ৪৪৪-দিনের বিশেষ এফডি-তে সুদের হার: ব্যাঙ্ক অফ বরোদা তাদের ৪৪৪-দিনের স্কয়ার ড্রাইভ ডিপোজিট প্রকল্পে সাধারণ গ্রাহকদের ৬.৬ শতাংশ সুদের হার দিচ্ছে।
5
8
ইন্ডিয়ান ব্যাঙ্ক ৪৪৪-দিনের বিশেষ এফডি: সর্বশেষ সুদের হার: ইন্ডিয়ান ব্যাংক তাদের ৪৪৪-দিনের ফিক্সড ডিপোজিট প্রকল্পে সাধারণ নাগরিকদের বার্ষিক ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে।
6
8
এসবিআই, বিওবি, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ৭,৭৭,০০০ টাকার বিনিয়োগে মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ: যেহেতু এই সমস্ত ব্যাঙ্ক বর্তমানে একই সুদের হার দিচ্ছে, তাই ৭,৭৭,০০০ টাকার বিনিয়োগে মেয়াদপূর্তিতে আনুমানিক মূল্য হবে ৮,৪১,৪০২.৪৯ টাকা। সুদ হিসাবে অর্জিত হবে প্রায় ৬৪,৪০২.৪৯ টাকা।
7
8
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে: ৭,৭৭,০০০ টাকার বিনিয়োগে মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ: একজন সাধারণ নাগরিক আনুমানিক ৮,৪২,৪০৯.৮৭ টাকা মেয়াদপূর্তিতে পেতে পারেন, যেখানে অর্জিত সুদের পরিমাণ হবে ৬৫,৪০৯.৮৭ টাকা।
8
8
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৭,৭৭,০০০ টাকার বিনিয়োগে মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ: একজন সাধারণ নাগরিক আনুমানিক ৮,৩৯,৮৯৩.২১ টাকা মেয়াদপূর্তিতে পেতে পারেন, যেখানে অর্জিত সুদের পরিমাণ হবে ৬২,৮৯৩.২১ টাকা।