আজকাল ওয়েবডেস্ক: উত্তাল সমুদ্র থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। তাঁদের নিয়ে আসা হয়েছে পাথরপ্রতিমায়। এই বাংলাদেশিরা যে ট্রলারে (trawler) করে মাছ ধরতে বেরিয়েছিলেন সেই ট্রলার ডুবে যাওয়ার জন্যেই তাঁরা সমুদ্রে ভাসছিলেন।
এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র বলেন, 'বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীদের চোখে পড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী জলে ভাসছেন। সঙ্গে সঙ্গে তাঁরা উদ্ধারের জন্য এগিয়ে যান। ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে এবং জানা গিয়েছে তাঁদের একজন এখনও নিখোঁজ। উদ্ধারের পর এঁদের সকলকেই পাথরপ্রতিমায় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।' পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৎস্যজীবীদের কাকদ্বীপের মহকুমা আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার এফবি পারমিতা ৫ নামে একটি ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। পথে আসতে আসতে ওই ট্রলারের মৎস্যজীবীরা দেখতে পান সমুদ্রের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে তাঁরা এগিয়ে যান উদ্ধারের কাজে।
একে একে উদ্ধার করা হয় ১২ জনকে। ভারতীয় ট্রলারে উঠে তাঁরা জানায়, তাঁরা সকলেই মৎস্যজীবী এবং বাংলাদেশের বাসিন্দা। প্রবল ঢেউয়ে তাঁদের ট্রলার ডুবে যায়। এরপর তাঁরা সমুদ্রে ভাসতে থাকেন। উদ্ধারের পর বাংলাদেশের মৎস্যজীবীরা সকলেই ভারতীয় মৎস্যজীবীদের ধন্যবাদ জানিয়েছেন।
