অতীশ সেন: লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে যে সমস্ত পুলিশ আধিকারিকদের হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলার বাইরে বদলি করা হয়েছিল, তাদের ফের নিজের জেলার কর্মস্থলে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হল। অ্যাডিশনাল ডাইরেক্ট জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল এর পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, কেবল মাত্র সেই সমস্ত পুলিশ আধিকারিকেরা নিজের জেলায় ফেরার সুযোগ পাবেন, যাঁরা ৩১শে ডিসেম্বর ২০২৬ বা তার আগে অবসর নেবেন। এই নির্দেশিকার ফলে নিজের জেলা থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়া অধিকাংশ পুলিশ আধিকারিকেরই আর নিজের জেলায় ফেরা হচ্ছে না। অবসরের দোরগোড়ায় থাকা বয়স্ক সাব-ইন্সপেক্টরেরাই কেবলমাত্র নিজের জেলায় ফেরার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনারের নিয়মানুযায়ী সাব-ইনসপেক্টর পদমর্যাদা থেকে ঊর্ধ্বতন পদমর্যাদার পুলিস আধিকারিকদের ভোটের আগে নিজের কর্মস্থল এবং নিজের জেলা থেকে অন্যত্র বদলি করে দেওয়া হয়। এর উদ্দেশ্য হল, যাতে তাঁরা ভোটে কোনও রকম প্রভাব খাটাতে না পারেন। ভোটপর্ব মিটে গেলেই সাধারণত তাদের পূর্ববর্তী কর্মস্থলে ফেরত নিয়ে আসা হয়। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর একমাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এর পরই গতকাল ১৭ অগাস্ট রাজ্য পুলিশের তরফের একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, যাঁরা ৩১.১২.২০২৬ -এর আগে অবসর নেবেন তাঁরাই কেবল নিজের জেলায় ফিরবেন। যে সমস্ত পুলিশ আধিকারিকদের চাকরী জীবনে ১৫ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল তাঁদের নিজের জেলায় নিয়ে আসার প্রথা চালু হয়েছিল। এই সমস্ত আধিকারিক সহ পঞ্চাশোর্ধ অন্যান্য পুলিশ আধিকারিকদের নিজের জেলায় ফেরানোর বিষয়ে এই নির্দেশিকায় কিছু বলা হয়নি।
