মিল্টন সেন: বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ। দিশেহারা পান্ডুয়ার উত্তরখণ্ড সরকার ডাঙা গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, পানীয় জল থেকে ছড়াচ্ছে ডায়রিয়া। বমি, পেটব্যথা নিয়ে ভিড় বাড়ছে চিকিৎসকের চেম্বারে। ইতিমধ্যেই বিষয়টি নজরে আনা হয়েছে পান্ডুয়া হাসপাতালের বিএমওএইচ মঞ্জুর আলমের। সরকারের তরফে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে যান চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।

সঙ্গে ছিলেন পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান উজ্জ্বলা মূর্মু এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। পান্ডুয়ার বিডিও সেমন্তী বিশ্বাস বলেন, আক্রান্তদের কয়েকটি বাড়ি তাঁরা ঘুরেছেন। যথেষ্ঠ সচেতনতার অভাব লক্ষ করেছেন। গ্রামপঞ্চায়েতকে নির্দেশ দিয়েছেন, পানীয় জলের আধার অর্থাত যেখান থেকে বাসিন্দারা পানিও জল ব্যবহার করেন, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে। পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত আক্রান্তরা বাড়িতেই রয়েছেন।

ছবি: পার্থ রাহা