আজকাল ওয়েবডেস্ক: একটি সরকারি বাসের সঙ্গে খড় বোঝাই ট্রাক্টরের সংঘর্ষে গুরুতর জখম চান ব্যক্তি। আহত ব্যক্তিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সকলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রাম থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর মহলো এলাকাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বহরমপুরের দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে একটি সরকারি বাস অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। বাসটি যখন ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মহালো এলাকা পার হচ্ছিল সেই সময়ে হঠাতই মাঠ থেকে খড় নিয়ে একটি ট্রাক্টর লেন ভেঙে ডিভাইডারের উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামে প্রবেশ করার চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় বাসটির গতি অত্যন্ত বেশি থাকায় এবং হঠাৎ করেই ট্রাক্টরটি সামনে এসে পড়ার জন্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। শেষ মুহূর্তে বাসের ড্রাইভার কিছুটা গতি কমাতে পারলেও খড় বোঝাই ট্রাক্টরটি, বাসের ডানদিকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় ট্রাক্টর চালক সহ আরও তিনজন ব্যক্তি গুরুতর জখম হন।  রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন তৈরি হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছন নবগ্রাম থানার পুলিশ।