টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মানসিক অবসাদে বিজয়? 


অভিনেতা বিজয় বর্মা সম্প্রতি এক আলাপচারিতায় লকডাউনের সময় তাঁর গভীর অবসাদ এবং উদ্বেগের সঙ্গে লড়াইয়ের কথা খোলাখুলি জানিয়েছেন। তিনি জানান, সেই সময় দীর্ঘ বিচ্ছিন্নতা এবং একাকীত্বের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমন অবস্থা হয়েছিল যে চারদিন ধরে তিনি সোফা থেকে নড়তেও পারেননি। বিজয়, আমির খানের মেয়ে আইরা খান এবং অভিনেতা গুলশান দেবাইয়াকে তাঁর সেই কঠিন সময়ের প্রধান অবলম্বন বলে উল্লেখ করেন। আইরা 'দাহাদ' ছবিতে সহকারী হিসাবে কাজ করছিলেন এবং সেই সময় থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বিজয় জানান, তিনি যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন, তখন আইরাই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তাঁর উৎসাহেই বিজয় শেষ পর্যন্ত থেরাপি নেন এবং তাঁর অবসাদ ও উদ্বেগ ধরা পড়ে। থেরাপি ও যোগাভ্যাস তাঁকে নিরাময়ে সাহায্য করে। বিজয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে আইরা সঠিক সময়ে হস্তক্ষেপ করেছিলেন, যা তাঁর জীবন বদলে দেয়। 

 

ওটিটিতে 'জলি এলএলবি ৩'


বহুল প্রতীক্ষিত অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি অভিনীত কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি ৩'-এর ওটিটি মুক্তি নিয়ে জল্পনা চলছে। ছবিটি গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ভাল ফল করেছে। দর্শকদের এখন ছবিটির ডিজিটাল রিলিজের জন্য অপেক্ষা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, 'জলি এলএলবি ৩' সম্ভবত আগামী ১৪ নভেম্বর, ২০২৫ তারিখের আশেপাশে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। এই ছবিটি সম্ভবত নেটফ্লিক্স এবং জিওহটস্টার/জিওসিনেমা প্ল্যাটফর্মে স্ট্রিম করা হতে পারে। তবে, একটি বিষয় মনে রাখা জরুরি যে, ছবির প্রযোজক বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মুক্তির তারিখের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সাধারণত সিনেমা মুক্তির পর থিয়েটার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে প্রায় ৬ থেকে ৮ সপ্তাহের একটি ব্যবধান থাকে, সেই সময়সীমার মধ্যেই ছবিটি ওটিটিতে আসার সম্ভাবনা রয়েছে।

 

নতুন মুখের খোঁজে করণ জোহর


বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস আবারও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুটি নতুন মুখ নিয়ে আসার জন্য প্রস্তুত। ব্যাপক এবং দীর্ঘ অডিশন প্রক্রিয়ার মাধ্যমে একজন ছেলে ও একজন মেয়েকে বেছে নেওয়া হয়েছে, যাঁদের মাধ্যমে ভবিষ্যতে স্টার তৈরি করার ঐতিহ্য বজায় রাখতে চাইছে করণ জোহরের সংস্থা। সূত্রের খবর অনুযায়ী, এই নতুন প্রতিভা খোঁজার জন্য দেশজুড়ে একটি বিশাল ট্যালেন্ট হান্ট চালানো হয়েছিল। ৫০০-এরও বেশি প্রতিযোগী এই অডিশনে অংশ নেন। ধর্ম প্রোডাকশনসের টিম স্পষ্ট করে দিয়েছে যে এই দুই অভিষেককারী অভিনেতার কারওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে থেকে কোনও পরিচিতি বা পারিবারিক সংযোগ নেই। নতুন মুখকেই এবার নিয়ে আসছেন করণ। অতীতে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডের মতো তারকাদের লঞ্চ করেছে ধর্ম প্রোডাকশনস। এই নতুন পদক্ষেপটি সেই সফল ইতিহাসেরই অংশ।