আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার চ্যালেঞ্জ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, কংগ্রেসের ম্যানিফেস্টোতে কোথায় তুষ্টিকরণ করা হয়েছে তা খুঁজে দিক বিজেপি। তিনি বলেন, মোদি এবং বিজেপি সরকার যে তুষ্টিকরণের কথা বলছেন তার চিহ্নমাত্রা নেই কংগ্রেসের ম্যানিফেস্টোতে। আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে সকলকেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে। সমাজের প্রতি সম্প্রদায় নিজেদের অধিকার ফিরেছে আনাই কংগ্রেসের প্রধান টার্গেট। কংগ্রেসের ম্যানিফেস্টো দেখে বিজেপি ঈর্ষান্বিত হয়েছে। তাই তাঁরা এর সমালোচনা করেছে। কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে যেখানে গোটা দেশে চর্চা চলেছে সেখানে বিজেপির ম্যানিফেস্টো শুধুমাত্র মোদির গ্যারান্টির উপরেই দাড়িয়ে রয়েছে। নির্বাচনী বণ্ড প্রসঙ্গে চিদাম্বরম বলেন, আমরা পিছিয়ে রয়েছি। বিজেপির হোর্ডিং, বিজ্ঞাপন, টেলিভিশন বিজ্ঞাপনের কাছে কোনও দলই টিকতে পারবে না। কারণ বিজেপি নির্বাচনী বণ্ড থেকে সাড়ে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। কোনও ব্যাঙ্ক থেকে আমরা অর্থ পাচ্ছি না। তবে জনতার সমর্থন রয়েছে কংগ্রেসের সঙ্গে। মোদির ৪০০ আসন জয় নিয়ে চিদাম্বরম বলেন, বিজেপি তামিলনাড়ুতে ২৫ টি আসন এবং কেরালায় ২০ টি আসন হারবে। তাহলে কীভাবে তাঁরা ৪০০ আসন পাবে ? যদি ৪০০ আসন পেতেই হয় তবে বিদেশ থেকে লড়তে হবে।