বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। কেরিয়ারে তুঙ্গ সাফল্য যেমন দেখেছেন, তেমনি মুখোমুখি হয়েছেন কড়া পতনেরও। কিন্তু একটাই জিনিস তাঁকে আলাদা করে সক্ষমতা ও ব্যর্থতা, দুটোকেই একই সততায় গ্রহণ করার ক্ষমতা। ২০১৯-এ ‘ওয়ার’ ছবির মাধ্যমে  যে বক্স অফিস রেকর্ড তিনি করেছিলেন, সেটাই ভক্তদের আশা জাগিয়েছিলন ‘ওয়ার ২’-কে ঘিরে। জুড়ে গিয়েছিলেন জুনিয়র এনটিআর, ছিলেন কিয়ারা আদবানি-সব মিলিয়ে ব্লকবাস্টারের গন্ধ ছিল স্পষ্ট।

কিন্তু ২০২৫-এর তৃতীয় সর্বোচ্চ হিন্দি আয়ের ছবি হওয়া সত্ত্বেওওয়ার২-কে ফ্লপ ঘোষণা করা হয়! কারণ ছবি বিশাল প্রোডাকশন খরচ ওঠেনি। এই বিষয়টি প্রচুর আলোচনা, লেখালিখি, নেটপাড়ায় বিদ্রুপ হলেও তা নিয়ে হৃতিক এতদিন নীরব ছিলেন। এবার দুবাইয়ের একটি অনুষ্ঠানে নিজেই মুখ খুললেন এবং এমনভাবে খুললেন যে মুহূর্তেই ভিডিও ছড়িয়ে গেল ঝড়ের গতিতে!

দুবাইয়ে অনুষ্ঠানে কালো টাক্সেডোতে ধরা পড়লেন হৃতি। ঠিক বরাবরের মতো চোখ ঝলসানো ব্যক্তিত্বেই। ভক্তদের জন্য চমকও রাখলেন। টিনার প্রথম ছবি ‘কহো না…প্যায়ার হ্যায়’-এর আইকনিক গান ‘এক পল কা জিনা’-র হুক স্টেপ নাচলেন! মুহূর্তেই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দর্শক যেন পাগল হয়ে উঠল। এরপর মঞ্চে তাঁকে স্বাগত জানিয়ে সঞ্চালক বলে উঠলেন, “এই তারকার জন্য জোরে হাততালি দিন সবাই!” সাধারণত যে কেউ এই প্রশংসায় ভেসে যেতে পারতেন। কিন্তু হৃতিক? তিনি দিয়ে ফেললেন সবচেয়ে অকপট, সবচেয়ে অপ্রত্যাশিত জবাব -“এটা বলাটা আপনার বড় মনের ব্যাপার। কারণ আমার ছবিটা তো বক্স অফিসে একদম ডুবেছে, মানে পুরোপুরি ধাক্কা খেয়েছে। তারপরেও এই ভালবাসা তাই সত্যিই ভাল লাগছে।”

এক মুহূর্তে অনুষ্ঠান জুড়ে শুরু হল হাসির রোল, আর সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় তৈরি করল আলোড়ন। অনেকে লিখলেন, “এই হল আসল তারকা। ব্যর্থতা স্বীকার করার সাহস যাঁর আছে।” আরেকজনের মন্তব্য, “এতটুকুও নিরাপত্তাহীনতায় ভোগে না এই লোকটা। কেয়া বাত!”

‘ওয়ার ২’-এর পরে এখন সব নজর হৃতিকের পরবর্তী প্রজেক্টে। সবচেয়ে বড় প্রত্যাশা অবশ্যই তাঁর কিংবদন্তি ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ৪’। পাশাপাশি আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে তাঁকে দেখা যাবে ‘আলফা’ ছবিতে।