অভাব-অনটন দূর করে সংসারে শ্রীবৃদ্ধি ঘটাতে চান? জ্যোতিষশাস্ত্র মেনে এই সহজ কয়েকটি জিনিস করলেই হুহু করে টাকা আসবে। উপচে পড়বে ধনসম্পদ।
2
6
বাড়ির উত্তর-পশ্চিম হচ্ছে ধন-সম্পদকে আকর্ষণ করার দিক। উত্তর পশ্চিম দিকটা বাতাসের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যা প্রবাহ এবং চলাচলকে বোঝায়। এই কোণে অর্থ রাখলে সেটা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায়। ইতিবাচক শক্তিকে আকর্ষিত করে।
3
6
দক্ষিণ পূর্ব কোণে কখনই টাকা রাখবেন না। এই কোণ আগুনের দিক, ফলে সেই শক্তিই রয়েছে এই কোণে। দক্ষিণ পূর্ব কোণে তাই টাকা রাখলে নেতিবাচক প্রভাব পড়বে।
4
6
লাল বা সবুজ রঙের পার্স বা ওয়ালেট ব্যবহার করুন। রঙের সঙ্গে জ্যোতিষের নিবিড় যোগ রয়েছে। তাই উক্ত দুই রঙের পার্স বা ওয়ালেট ব্যবহার করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
5
6
আপনার জন্মছক যাচাই করুন। সেখান থেকে জানুন আপনার অর্থের দিকে কোন জিনিসটা শক্তিশালী, আর কোনটা দুর্বলতা। সেই দুর্বলতা মোকাবিলা করার জন্য কী করা উচিত, কী নয়।
6
6
অর্থের জায়গা, লকার, পার্স, ইত্যাদি, মোদ্দাকথা যার সঙ্গে অর্থ বা ধন-সম্পদের যোগ রয়েছে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।