অবশেষে পর্দায় ফিরল সেই বহু প্রতীক্ষিত থ্রিলার ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ থেকেই অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হল। আর মুক্তির পর থেকেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। নতুন সিজনের গল্প আগের চেয়ে আরও বিস্তৃত, আরও বিস্ফোরক, আরও আবেগঘন। চার বছর ওয়েব সিরিজের দুনিয়ায় এটা একটা যুগ। তবু যত দিন গিয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ যেন তত জনপ্রিয় হয়েছে। ২০১৯–এ শুরু হয়ে ২০২১-এ শেষ হওয়া সিজন ২-এর পরেও দেশজুড়ে এখনও একটাই প্রশ্ন ঘুরত, “শ্রীকান্ত তিওয়ারি কবে ফিরবে?”
এক ক্ষাৎকারে মনোজ বাজপেয়ী স্বীকার করেন, ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর অপেক্ষাটা লম্বা ছিল, কিন্তু গল্পের পরবর্তী মোড় দেখলে দর্শকরাই বুঝবেন ‘সিজন ৪’ অবশ্যম্ভাবী। তাঁর কথায়, “দর্শক যখন সিজন ৩ দেখবেন, তখনই বুঝবেন, এর পরেও গল্প এগোবে। তবে সবটাই নির্ভর করছে লেখকদের ওপর। লেখা শেষ হতে ৮-১০ মাস লেগেই যায়।”
মনোজের এই মন্তব্যই যেন নতুন করে আগুন জ্বালিয়েছে। কারণ চার বছর ধরে ফ্যানরা শুধু একটাই কাজ করেছে, অপেক্ষা করা এবং প্রশ্ন করা। আর এ প্রশ্নের চাপ যে কতটা বড়, সেটাই বোঝা গেল অভিনেতার একটি বাস্তব অভিজ্ঞতায়। তাঁর বাবা মারা যাওয়ার খবর পেয়েই কোচি থেকে বাড়ি ফেরার বিমানে চেপে বসেন তিনি। সেই একই ফ্লাইটে থাকা দুই পাইলট, যারা অবশ্যই জানতেন না সেই সময়ে তাঁর ব্যক্তিগত পরিস্থিতি...পুরো যাত্রায় মনোজের সঙ্গে একটাই আলোচনা করলেন, ‘দ্য ফ্যামিলি ম্যান’। মনোজ বলেন, “পরিস্থিতিটা ছিল অদ্ভুত, তবে এটাও বোঝালো কতটা গভীর প্রভাব ফেলেছে এই সিরিজ।”
সিরিজ যে কেবল বিনোদন নয়, এটা যেন এক সাংস্কৃতিক স্মৃতি, সেটা মনোজও মানেন। তাঁর কথায়, “চার-পাঁচ বছর ধরে কেউ কোনও সিরিজ নিয়ে এতটা আগ্রহ ধরে রাখে, এমনটা সত্যিই বিরল।” তাহলে কি সিজন ৪ নিশ্চিত? সরাসরি না বললেও মনোজের উত্তর স্পষ্ট ইঙ্গিত দেয়, “আমার মনে হয় আসা উচিত। আমরা যে শুট করেছি, তার ওপর ভিত্তি করেই বলছি।” তবে চূড়ান্ত ঘোষণা থাকবে অ্যামাজন এবং রাজ-ডিকের হাতে।
এদিকে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সিজন ৩ মুক্তির পরমুহূর্তেই সিজন ৪-এর আলোচনা ট্রেন্ডিং আর ‘মিডল ক্লাস’ সুপার-এজেন্ট শ্রীকান্ত তিওয়ারির প্রত্যাবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়া আগুন ধরেছে। যা-ই হোক, একটা জিনিস পরিষ্কার, ‘দ্য ফ্যামিলি ম্যান’ কেবল একটি সিরিজ নয়, এটা অপেক্ষার শক্তিরও পরীক্ষা। আর এবার মনে হচ্ছে, অপেক্ষার সেই যাত্রা আবার নতুন অধ্যায়ে ঢুকতে চলেছে।
