আজকাল ওয়েবডেস্ক: ইডেনের লজ্জা ভুলে নতুন সূর্যোদয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। শনিবার গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে নেই শুভমন গিল। যদিও এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর। গিলের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে দেখা যাবে ঋষভ পন্থকে। দলে ফেরানো হবে সাই সুদর্শনকে। ইডেন টেস্টে ছিলেন না বাঁ হাতি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরছেন। তিন নম্বরে ব্যাট করবেন সুদর্শন। ইডেনে এই জায়গায় নামেন ওয়াশিংটন সুন্দর। যা দেখে অবাক ক্রিকেট পণ্ডিতরা। কিন্তু এবার আর কোনও ফাটকা খেলতে চাইছে না গৌতম গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট।
ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন হতে চলেছে। ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। তিন নম্বরে নামবেন সাই সুদর্শন। ঋষভ পন্থ চার নম্বরে নামবেন। প্রথম টেস্টে গিল মাঠ ছাড়ার পর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন পন্থ। গুয়াহাটিতেও সেই ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটকিপার ব্যাটারকে। যার ফলে আবার মিডল অর্ডারে ফেরানো হবে ওয়াশিংটনকে। দলে জায়গা ধরে রাখবেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। বাড়তি ব্যাটার হিসেবে গুয়াহাটি টেস্টেও থাকছেন ধ্রুব জুরেল। বর্শাপাড়া স্টেডিয়ামে একমাত্র স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ যাদব। দুই পেসার মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা। গুয়াহাটির পিচে টার্নের পাশাপাশি বাউন্স থাকবে। তাই অলরাউন্ডার হিসেবে জায়গা পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি।
শোনা যাচ্ছে, গুয়াহাটির পিচে টার্ন এবং বাউন্স দুটোই থাকবে। লাল মাটির পিচ হবে। যার ফলে সুবিধা হবে পেসারদের। উইকেটে বাউন্স থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই শোনা গিয়েছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে ব়্যাঙ্ক টার্নার চাইছে টিম ম্যানেজমেন্ট। গুয়াহাটি বিসিসিআইয়ের হেড কিউরেটর আশিস ভৌমিকের ঘরের মাঠ। প্রথমবার এই মাঠে টেস্ট খেলা হবে। বোর্ড চাইছে না অভিষেক টেস্টে ব়্যাঙ্ক টার্নার করে দুর্নাম কোড়াতে।
