ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানো হোক বা টেলিভিশনের পর্দায় সঞ্চালনার দক্ষতা সব জায়গাতেই দর্শককে চমকে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। আর এবার একেবারে সম্পূর্ণ অন্য ময়দান। ক্রিকেটের পর ক্যামেরা আর আলো ঝলমলে ব়্যাম্পে নতুন ইনিংস শুরু করলেন সৌরভ। লঞ্চ করলেন নিজের নতুন পোশাক ব্র্যান্ড সৌরাগ্য