আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল শ্লীলতাহানির অভিযোগ এনেছিল পৃথ্বী শয়ের বিরুদ্ধে। সেটাকে ভুয়ো বলে দাবি করলেন তারকা ক্রিকেটার। জানান, ব্যক্তিগত সম্পর্ক, ঈর্ষা এবং প্রচারের জন্যই এই অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার মুম্বই কোর্টে লিখিতভাবে সেটাই জানান পৃথ্বী। দাবি করেন, তাঁর সুনাম নষ্ট করাই প্রাথমিক লক্ষ্য ছিল। এছাড়াও জানান, ২০২৩ সালে একটি হোটেলে গিলের সঙ্গে ঝামেলায় জড়ান পৃথ্বী। তারই প্রতিশোধ নেন গিল। হোটেলে সেলফি তোলা নিয়ে ঝামেলার সূত্রপাত। তারপর তারকা ক্রিকেটারকে আক্রমণ করেন। জামিনে মুক্তি পাওয়ার পর আন্ধেরি পুলিশ স্টেশনে পৃথ্বী এবং তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু এফআইআর নিতে চায়নি পুলিশ। এরপর ম্যাজিস্ট্রেট কোর্টের সাহায্য চান গিল। কিন্তু তাতেও জল গলেনি। এরপর নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর ২০২৪ সালে আইনজীবী আলি কাশিফ খানের মাধ্যমে সেশন কোর্টে নতুন করে অভিযোগ দায়ের করেন।
এতদিন পর্যন্ত তার উত্তরে কিছু জানাননি পৃথ্বী। এবার তার জবাব দেন তারকা ক্রিকেটার। দাবি করেন, 'উইমেন কার্ড' খেলছেন গিল। ব্যক্তিগত সমস্যার প্রতিশোধ নিতে চান। তিনি মনে করেন, প্রচার এবং টাকা আদায় করার জন্যই এমন অভিযোগ করেন। তারকা ক্রিকেটারের দাবি উড়িয়ে দেন গিলের আইনজীবী। জানান, পৃথ্বীর কাছে কোনও প্রমাণ নেই। এদিকে এবারও আইপিএলের নিলামে অবিক্রিত পৃথ্বী। তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। আগের বছরের নিলামেও দল পাননি তারকা ক্রিকেটার। কিন্তু এবার ঘরোয়া মরশুমে রান পান। তার ভিত্তিতেই দল পাওয়ার আশা ছিল। কিন্তু এবারও হল না। দ্বিতীয় রাউন্ডেও অবিক্রিত পৃথ্বী।
