বক্স অফিসে দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে আদিত্য ধর পরিচালিত ছবি 'ধুরন্ধর'। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি, ইতিমধ্যেই ৩৮০ কোটি টাকা আয় করে ফেলেছে দেশে। চর্চায় রয়েছে অক্ষয় খান্না থেকে রণবীর সিংয়ের অভিনয়। যাঁরা ছবিটি দেখেছেন তাঁরা তো বটেই, যাঁরা দেখেননি তাঁরাও জেনে গিয়েছেন এই ছবির গল্প আবর্তিত হয়েছে করাচির লিয়ারি শহরকে কেন্দ্র করে। কিন্তু জানেন কি ছবির স্বার্থে কোথায় পাকিস্তানের এই শহরকে পুনর্নির্মাণ করা হয়েছিল? 

ভারতে নয়, বরং এশিয়ার এই দেশে প্রায় ৬ একর জমি নিয়ে নকল 'লিয়ারি' তৈরি করেছিল টিম 'ধুরন্ধর'। কোথায়? ব্যাংককে। গোটা ছবির শুটিং হয়েছে ব্যাংকক, মুম্বই এবং চণ্ডিগড়ে। 

এই ছবির প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ব্যাংককে ২০ দিনে থাই কর্মীরা মিলে এই সেট নির্মাণ করেন। তাঁর কথায়, 'আমাদের এই ৬ একর জায়গা জুড়ে সেটটি মাত্র ২০ দিনে নির্মাণ করতে হতো। আমরা ভারত থেকে তো বেশি মানুষ নিয়ে যেতে পারতাম না। ৫০০ জন লোককে তো এভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের ওখানকার শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করেই কাজ করতে হয়েছে।' 

তিনি জানিয়েছেন, সেখানে রোজ ৫০০ জন কাজ করতেন। ৩০০-৪০০ জন থাই কর্মী এবং বাকি ভারতীয় কর্মীরা মিলে এই সেট তৈরি করেন তাঁরা। দিন রাত এক করে কাজ চলে ২০ দিনের মধ্যে সেই ৬ একর জমিকে লিয়ারি বানানোর জন্য। ফলে সিনেমায় যতই পাকিস্তানের করাচির একটি ঘিঞ্জি বসতি হিসেবে লিয়ারিকে দেখানো হোক, আদতে এটির শুটিং ব্যাংককে হয়েছে। এছাড়া মুম্বইয়েও আরও একটি সেট নির্মাণ করা হয়েছিল। মাঢ দ্বীপে সেই সেট তৈরি করেছিলেন তাঁরা। এখানেও প্রায় ৪ একর জায়গা জুড়ে সেট তৈরি করা হয়, যেখানে বেশ কিছু অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে। বিশেষ করে একাধিক বিস্ফোরণের সিন। 

কেবল সেট নির্মাণ নয়। ছবির শুটিং নিয়েও বিপদে পড়তে হয়েছিল এই ছবির নির্মাতাদের। ভরা বর্ষার সময়, জুলাই মাসে শুটিং হয় ছবিটির। মুম্বইয়ে সেটা সম্ভব হচ্ছিল না। স্টুডিওর ভিতরে শুটিং করা যেত না। আর সবাইকে জুলাইয়েই ডেট দেওয়া চুল। তখন থাইল্যান্ডে যাওয়া হয়। ওটা একেবারে আদর্শ জায়গা ছিল বলে জানান জোহরে, এই লার্জার দ্যান লাইফ সেট নির্মাণ করার জন্য। 

'ধুরন্ধর' ছবিটিতে ভারতীয় গুপ্তচর হামজার চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ। আদিত্য ধর পরিচালিত এই ছবি দর্শকদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছে। এই ছবির দ্বিতীয় ভাগ আসছে। ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে 'ধুরন্ধর ২'।