'আকাশ কুসুম ২'-এ 'ওয়াইল্ড রোম্যান্স' করবেন সম্রাট-কথা?সান বাংলায় শুরু হয়েছে 'আকাশ কুসুম ২'। 'রক্তিম-ডালি' রূপে সম্রাট মুখোপাধ্যায় ও কথা চক্রবর্তীর জুটিকে দারুণ ভালবাসা দিয়েছেন দর্শক। তাই আবারও নতুন রূপে ফিরেছে এই জুটি। এবার কেমন জমবে দু'জনের রোম্যান্স?
