শিয়ালদহ স্টেশনের বাইরে মস্তানি করে সমাজমাধ্যমে ঝড় তুলেছিলেন। সবটাই ছিল ছবির প্রচারের জন্য। সেই ছবি ‘কপাল’ মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও  কোণঠাসা হয়েছেন বারবার। না পাওয়া, অবহেলা, খারাপ সময়, ভুলতে পারেননি কাঞ্চনা, কেমন ছিল লড়াই-এর দিনগুলো? আজকাল ডট ইন-এ অকপট কাঞ্চনা মৈত্র