বিয়ের পরে নিজেকে আরও বেশি করে মেলে ধরছেন পরমব্রত চট্টোপাধ্যায়?

গত বছরের শেষে আজকাল ডট ইনকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এবার পরিচালনার দিকে একটু বেশি ঝুঁকবেন। সেই অনুযায়ী, ঝুলিতে একের পর এক নতুন ছবি। তাঁর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’-এর শুট শেষ। ছবিটি এক প্রবীণ দম্পতির গল্প বলবে। অঞ্জন দত্ত-অপর্ণা সেন ছাড়া এই ছবিতে আর কেউ নেই। সম্ভবত ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে প্রযোজক-পরিচালক-অভিনেতাকে। 

আরও খবর এবার পুজোয় তাঁর পরিচালনায় নাকি পর্দাভাগ করতে চলেছেন যিশু সেনগুপ্ত-অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! দক্ষিণী ছবির বাংলা সংস্করণ বানাতে চলেছেন তিনি। পাশাপাশি, অভিনয়কেও একেবারে দূরে সরিয়ে রাখছেন না। গুঞ্জন, পরমব্রত নাকি বাংলাদেশের চরকি ওয়েব প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয় করতে চলেছেন। রবিবার সেই কারণেই কি তাঁকে চরকির কনটেন্ট হেড অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, ওয়েব প্ল্যাটফর্মের কর্ণধার রেদওয়ান রনির সঙ্গে এক রেস্তোরাঁয় দেখা গেল? 

হালকা গোঁফ-দাড়ি, নেভি ব্লু শার্ট, জিনস আর রোদচশমা... পরমব্রত নিখুঁত সুপুরুষ। সেই ছবি দিয়ে অনিন্দ্য বিবরণীতে লিখেছেন, ‘এক সন্ধে পরমব্রতর সঙ্গে’। এও চর্চায়, সিরিজটির চিত্রনাট্য লিখবেন অনিন্দ্য। সবিস্তার আজকাল ডট ইন যোগাযোগের চেষ্টা করেছিল অনিন্দ্যর সঙ্গে। ফোনে তিনি অধরা। পরমব্রত এর আগেও বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে ‘ভুবন মাঝি’, ‘ভয়ঙ্কর সুন্দর’, ‘শনিবার বিকেল’। এদিকে বাংলাদেশে এমনই রটনা, অভিনয় নয়, এবার নাকি সেখানেও তিনি তাঁর পরিচালক সত্ত্বাকে প্রকাশ্যে আনবেন। সিরিজ দিয়েই সম্ভবত সেই পথে পা বাড়াতে চলেছেন।