সামনেই বাঙালিদের বারো মাসের তেরো পার্বণের অন্যতম, মকর সংক্রান্তি। এই বিশেষ তিথি গোটা ভারত জুড়েই বিভিন্ন নামে উদযাপিত হয়। এই বছর জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও বিশেষ এই তিথিটি। এদিন একাধিক গ্রহের স্থান বদল ঘটবে। ফলে বদলাবে একাধিক রাশির ভাগ্য। ছবি- সংগৃহীত
2
12
সূর্যের পাশাপাশি শুক্র গ্রহও এই সময় মকর রাশিতে আসছে। ফলে তৈরি হবে শুক্রাদিত্য যোগ। অন্যদিকে ধনু রাশিতে জুটি বাঁধছে মঙ্গল এবং বুধ। তৈরি হবে বুধাদিত্য যোগ। এছাড়াও বৃদ্ধি যোগ, রবি যোগও তৈরি হবে ১৪ জানুয়ারি। বৃহস্পতি এবং চন্দ্রের কারণে গজকেশরী যোগও একই সময় তৈরি হবে। ফলে উথাল পাতাল করে আমূল বদলে যাবে একাধিক রাশির জীবন। জেনে নিন কোন ৫ রাশির জীবনে এর কারণে ইতিবাচক প্রভাব পড়বে। ছবি- সংগৃহীত
3
12
মেষ: মকর সংক্রান্তি মেষ রাশির জাতকদের জন্য ঝুলি ভরে খুশি নিয়ে আসতে চলেছে। সৌভাগ্যের দরজা খুলবে এঁদের। আয়ের নতুন উৎস তৈরি হবে। পদোন্নতি হবে, ফলে আয় এবং দায়িত্ব, দুই বাড়বে। ব্যবসা বাড়াতে পারবেন। ব্যবসার জন্য ইনভেস্টর খুঁজছেন যাঁরা, তাঁরা সেই কাজে সফল হবেন। ছবি- সংগৃহীত
4
12
যাঁরা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি বদলের কথা ভাবছেন তাঁরাও সফল হবেন। চাকরির পাশাপাশি নতুন শুরুর কথা ভেবে থাকলে সেটা বাস্তবায়িত হবে। অতীতে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে তার থেকে মোটা অঙ্কের লাভ করবেন। ছবি- সংগৃহীত
5
12
বৃষ: মকর সংক্রান্তি এই রাশির জাতকদের সৌভাগ্যের দরজা খুলে দেবে। হঠাৎ প্রচুর ধনপ্রাপ্তি হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। সমাজে মান, সম্মান বৃদ্ধি পাবে। লোকে আপনার কথাকে গুরুত্ব দেবে। ছবি- সংগৃহীত
6
12
যে কাজেই হাত দেবেন তাতেই সফল হবেন। শনি এবং বৃহস্পতি, দু'জনেরই কৃপা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় বাড়বে। গাড়ি বা বাড়ি কিনতে পারেন। বাড়িতে খুশির আবহ বজায় থাকবে। ছবি- সংগৃহীত
7
12
বৃশ্চিক: শুক্র এবং বুধের জুটির কারণে ভাল ফল করবে এই রাশির জাতকেরা। আয় বাড়বে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা ফেরত পাবেন। এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন, সেটার ফল ভোগ করার সময় আসছে। ছবি- সংগৃহীত
8
12
কাজের জায়গায় আপনার প্রশংসা হবে। উচ্চপদস্থ কারও নেক নজরে পড়বেন। পার্টনারশিপে ব্যবসা করলে ভাল ফল পাবেন। প্রচুর লাভ হবে। এই সময় যে কাজই করবেন বা বিনিয়োগ করবেন সেটা দ্বিগুণ হয়ে ফিরবে। ছবি- সংগৃহীত
9
12
মকর: মকর রাশিতে যেহেতু সূর্য প্রবেশ করবে তাই এই রাশির রাজযোগ তৈরি হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। বহুদিন ধরে যে ইচ্ছে পূরণ করতে চেয়েও পারেননি, সেটা পূরণ হবে। যাঁরা ব্যবসায়ী, তাঁরা নতুন এবং বিরাট অর্ডার পাবেন। ছবি- সংগৃহীত
10
12
কেরিয়ারে ইতিবাচক বদল আসবে। উন্নতি করবেন। পাশাপাশি মান, সম্মান, খ্যাতি বাড়বে। পরিচিতি বাড়বে। কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। এই সময় যে আর্থিক বিনিয়োগ করবেন বা সিদ্ধান্ত নেবেন সবেতেই লাভের মুখ দেখবেন। ছবি- সংগৃহীত
11
12
মীন: শনিদেবের কৃপায় এই সময় অপার ধন পাবেন। ভাগ্য সঙ্গ দেবে আপনার। বিনিয়োগ করলে বিপুল লাভ করবেন। আর্থিক জটিলতা থাকলে বা সমস্যায় ভুগলে সেটা কেটে যাবে। ছবি- সংগৃহীত
12
12
পরিবার আপনার পাশে থাকবে। যে কাজ এতদিন ধরে হতে গিয়েও হয়নি, আটকে গিয়েছে সেটা সফল হবে। প্রভাবশালী কারও সঙ্গে আলাপ হতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য ভাল হবে। যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। ছবি- সংগৃহীত