২০২০ সালের ২৯ এপ্রিল, মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় ইরফান খানের। বেঁচে থাকলে আজ ৭ জানুয়ারি তাঁর বয়স হত ৫৯। কিন্তু মৃত্যুর পরেও তাঁকে নিয়ে আলোচনা, আগ্রহ থিম যায়নি। ১৯৮৮ থেকে ২০২১ -এই দীর্ঘ সময়ে মুক্তিপ্রাপ্ত তাঁর অভিনীত ছবিগুলির মাধ্যমেই আজও দর্শকের ঘরে ঘরে বেঁচে আছেন ইরফান। অভিনয়ের সূক্ষ্মতা, চোখের ভাষা আর নীচু তারের আবেগ এই সব মিলিয়েই তিনি ছিলেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা। চলুন দেখে নেওয়া যাক, ওটিটি-তে ইরফান খানের সেরা ১০টি আইকনিক ছবি, যেগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক ও হৃদয়ছোঁয়া।
2
10
কারিব কারিব সিঙ্গল: স্বামীহারা জয়া যোগী নামের এক অদ্ভুত ব্যক্তিত্বের কবির সঙ্গে রওনা দেয় এক যাত্রায়। যেখানে অতীত, একাকিত্ব আর নতুন করে ভালবাসার খোঁজ মিলেমিশে যায়। ইরফানের পাশাপাশি এ ছবিতে দেখা গিয়েছে পার্বতী তিরুবোথু, ব্রিজেন্দ্র কালা-কে। জি ফাইভ এবং নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবিটি।
3
10
হিন্দি মিডিয়াম: মেয়েকে নামী স্কুলে ভর্তি করাতে দরিদ্র সাজে রাজ ও মীতা। কিন্তু মিথ্যার বোঝা শেষ পর্যন্ত নিয়ে যায় আত্মসম্মানের প্রশ্নে। ইরফানের পাশাপাশি এ ছবিতে প্রধান চরিত্রে দেখা যায় সাবা কামর, দীপক ডোবরিয়াল। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।
4
10
তলোয়ার: ২০০৮ সালের এক যুবতীর চাঞ্চল্যকর খুনের মামলায় একের পর এক তদন্ত, পাল্টা তত্ত্ব আর বিচারব্যবস্থার অন্ধকার দিক। ছবিতে ইরফানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল কঙ্কণা সেন শর্মা, নীরজ কবি-কে। ডিজনি+হটস্টার খুললেই দেখা যাবে এই ছবি।
5
10
পিকু: স্বাধীনচেতা পিকু আর তাঁর বাবার সম্পর্ক, যেখানে বিরক্তি, ভালবাসা আর দায়িত্ব একসঙ্গে চলে। দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চনের সঙ্গে ইরফানের রসায়ন আজও ভোলেননি দর্শক। দেখা গিয়েছিল যীশু সেনগুপ্ত-কেও। সোনি লিভ-এই দেখা পাওয়া যায় এই ছবির।
6
10
মকবুল: শেক্সপিয়রের ম্যাকবেথের ছায়ায় মুম্বই আন্ডারওয়ার্ল্ডে মকবুলের উত্থান ও পতনের রক্তাক্ত গল্প।ইরফানের পাশাপাশি এ ছবিতে দেখা গিয়েছে টাবু, পঙ্কজ কাপুর-কে। জিও সিনেমা, এমএক্স প্লেয়ার, অ্যামাজন প্রাইম ভিডিও, ইউটিউব, অ্যাপেল টিভি-তে দেখতে পাওয়া যায় বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি।
7
10
দ্য লাঞ্চবক্স: ভুল লাঞ্চবক্স পৌঁছে দেয় দুই একাকী মানুষের মধ্যে চিঠির সম্পর্ক যা ধীরে ধীরে বদলে দেয় জীবন। অভিনয়ে ছিলেন ইরফান, নিমরত কৌর, নওয়াজউদ্দিন সিদ্দিকি। অ্যামাজন প্রাইম ভিডিও ও অ্যাপেল টিভিতে দেখা যাচ্ছে এই ছবি।
8
10
পান সিং তোমর: জাতীয় ক্রীড়াবিদ থেকে চম্বলের দস্যু। এক বাস্তব জীবনের রুক্ষ, হৃদয়বিদারক রূপান্তর। ইরফানের সঙ্গে এই ছবিতে ছিলেন মাহি গিল, বিপিন শর্মা। নেটফিলস, অ্যামাজন প্রাইম, ইউটিউবেও দেখা মেলে এই ছবির।
9
10
সালাম বম্বে! : বোম্বের রেড-লাইট এলাকায় এক শিশুর বেঁচে থাকার লড়াই যা একইসঙ্গে নির্মম, বাস্তব আর গভীরভাবে মানবিক। জিও সিনেমাতে চলছে এই ছবির স্ট্রিমিং।
10
10
লাইফ ইন এ… মেট্রো: শহুরে জীবনের ভিড়ে একাধিক সম্পর্কের গল্প, যেখানে ইরফানের মন্টি চরিত্রটি আজও স্মরণীয়। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে ইরফানের বিপরীতে ছিলেন কঙ্কণা সেন শর্মা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপেল টিভিতে স্ট্রিমিং চলেছে এই ছবির।