বক্স অফিসে রীতিমত দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে 'ধুরন্ধর'। মুক্তির পর একমাসের বেশি সময় কেটে গিয়েছে, তাও এখনও শ্লথ হওয়ার নাম নেই ছবির ব্যবসার। ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৮০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি। অন্যদিকে বিশ্বজুড়ে টপকে গিয়েছে ১১০০ কোটি। সমাজমাধ্যম জুড়ে প্রশংসার বন্যা বইছে, ভাইরাল ছবির গান, নাচের স্টেপ। কিন্তু সকলের থেকে তারিফ শোনার পরেও আপনি হলে মিস করেছেন 'ধুরন্ধর' ছবির ম্যাজিক? তাহলে রয়েছে সুখবর। এবার বাড়ি বসেই দেখতে পারবেন আদিত্য ধর পরিচালিত এই ছবি। জেনে নিন কবে, কোন ওটিটি মাধ্যমে আসছে 'ধুরন্ধর'।
একের পর এক রেকর্ড ভেঙে 'ধুরন্ধর' এবার প্রস্তুত ওটিটি মাধ্যমে ঝড় তোলার জন্য। জানা গিয়েছে নেটফ্লিক্স ইতিমধ্যেই এই ছবির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে। 'ধুরন্ধর' এবং মার্চ মাসে আসতে চলা এই ছবির সিক্যুয়েল মোট ১৩০ কোটি টাকার বিনিময়ে কিনেছে এই ওটিটি প্ল্যাটফর্ম। ফলে যাঁরা বড়পর্দায় 'ধুরন্ধর' মিস করেছেন তাঁরা এই ওটিটিতে দেখতে পারবেন ছবিটি। আগামী ৩০ জানুয়ারি থেকে হয়তো দেখা যাবে বাড়ি বসেই। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে এই ছবির ওটিটি রিলিজের কথা নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত ভারতীয় বক্স অফিসে 'ধুরন্ধর' ৩৪ তম দিন অর্থাৎ ৭ জানুয়ারি, ২০২৬ এর এখনও পর্যন্ত ৭৮৪ কোটি ২৪ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে বিশ্বজুড়ে এই ছবির মোট আয় ১২০০ কোটি ছাপিয়ে গিয়েছে। এটি এখন ভারতের চতুর্থ সবথেকে বেশি আয় করা ছবি হওয়ার দৌড়ে রয়েছে। শাহরুখ খানের 'জওয়ান' ছবির রেকর্ড পর্যন্ত ভেঙে দিয়েছে।
গত ৫ ডিসেম্বর ২০২৫ এ মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে উঠে এসেছে এক ভারতীয় গুপ্তচর 'হামজা'র কথা যিনি দীর্ঘ সময় পাকিস্তানে পড়ে থেকে, সেখানকার সন্ত্রাসবাদী দলের সঙ্গে মিশে তাদের নানা তথ্য দেশে পাঠাতেন। গল্পে দেখা গিয়েছে ২৬/১১ হামলা থেকে সংসদ হামলার কথা। এই ছবিতে হামজার চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন, আর মাধবন, প্রমুখকে। এই ছবি থেকে অক্ষয় খান্নার নাচ এবং গানটি দারুণ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আগামী ১৯ মার্চ ২০২৬ সালে মুক্তি পাবে 'ধুরন্ধর' ছবিটির দ্বিতীয় ভাগ।
