ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তবে তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছেছিল জি বাংলার জনপ্রিয় রান্নার শো 'রান্নাঘর'। দীর্ঘ সময় এই শোয়ের সঞ্চালনা করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। ২০১৭। সালে সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের প্রায় এক দশক পর এদিন সমাজমাধ্যমে বোমা ফাটালেন তিনি! 

অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় এদিন সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন। সঙ্গে জানান তিনি একবার নয়, দু'বার বিয়ে করেছেন। কি চমকে উঠলেন? ভাবছেন অভিনেত্রীর দ্বিতীয় স্বামী যদি অগ্নিদেব চট্টোপাধ্যায় হন, তাহলে প্রথম স্বামী কে? তাহলে জানাই, সুদীপা চট্টোপাধ্যায় দু'বার বিয়ে করেছেন ঠিকই, কিন্তু একই মানুষকে। আর এই কথা তিনি নিজেই জানিয়েছেন। 

ফেসবুকের পাতায় অতীত, বর্তমানের একাধিক ছবি পোস্ট করে সুদীপা চট্টোপাধ্যায় লেখেন, 'আপনাদের সবার কাছে একটা গোপন কথা ফাঁস করি আজ। আমি দু'বার বিয়ে করেছি। কিন্তু দু'বারই বিয়ে করেছি একই মানুষকে।' তিনি এদিন জানান সুযোগ পেলে সঙ্গী হিসেবে বারবার অগ্নিদেবকেই বেছে নেবেন। সেই বিষয়ে লেখেন, 'আমায় সুযোগ দেওয়া হলে, আমি অগ্নিদেব চট্টোপাধ্যায়কে শতবার অন্যান্য প্রিন্স চার্মিংদের বদলে বেছে নেব বারংবার।' 

তিনি এদিন তাঁর স্বামীর উদ্দেশ্যে লেখেন, 'ধন্যবাদ আমায় সহ্য করার জন্য এত বছর ধরে। এবং অবশ্যই আমার উড়নচণ্ডী জীবনযাপনকে সহ্য করার জন্যও ধন্যবাদ। অনেক ভালবাসি।' তবে ভাববেন না বিয়ে সংক্রান্ত এই গোপন কথা ফাঁস করলেন বলে আজ তাঁদের বিবাহবার্ষিকী, সে কথাও তিনি পোস্টে জানিয়েছেন। 

সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদেব চট্টোপাধ্যায় ২০১৭ সালের ৯ জুলাই সাতপাকে বাঁধা পড়েন। অগ্নিদেবের এটি দ্বিতীয় বিয়ে। এই তারকা জুটির একটি পুত্র সন্তান আছে, আদিদেব চট্টোপাধ্যায়। বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকলেও ছেলে এবং ব্যবসায় নিয়ে ব্যস্ত আছেন সুদীপা। একই সঙ্গে সমাজমাধ্যমে বিভিন্ন বিষয় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। 

সুদীপা চট্টোপাধ্যায় এদিন যে দু'টো ছবি পোস্ট করেছেন তাঁদের বিয়ের সেখানে একটিতে বেনারসি, মালা, সোনার গয়নায় সেজে রীতি মেনে তাঁকে বিয়ে করতে। দেখা যাচ্ছে। অগ্নিদেবের পরনে সাদা পাঞ্জাবি। আরেকটি ছবিতে তাঁদের রং মিলান্তি করে সাদা পোশাক, মালা পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এদিন সুদীপা চট্টোপাধ্যায়ের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। টলিউডের সহকর্মীরাও মন্তব্য করেছেন। তাঁরা সকলেই একসঙ্গে ভাল থাকার বার্তা দিয়েছেন সুদীপা এবং অগ্নিদেবকে।