আজ তাঁর জন্মদিন। আর সেই উপলক্ষ্যে আরও একবার আনন্দে ভাসছেন বলি অভিনেত্রী বিপাশা বসু। এদিন ৪৭ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনটি উদযাপন করছেন একেবারে নিজের মতো করে, জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের সঙ্গে। স্বামী করণ সিং গ্রোভার এবং নিজেদের ছোট্ট মেয়ে দেবীকে নিয়ে এখন মালদ্বীপে পারিবারিক ছুটি কাটাচ্ছেন বিপাশা।

 

সমুদ্র, ঝকঝকে নীল আকাশ আর ভালবাসায় মোড়া এই জন্মদিনের মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে একেবারেই কার্পণ্য করছেন না অভিনেত্রী। পরিবার, বন্ধু এবং ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিপাশা, সঙ্গে ধন্যবাদ জানালেন তাঁর ‘হৃদস্পন্দনদের’-দের।

 

 

জন্মদিনের সকালে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, এক কাপ চা আর এক টুকরো রেড ভেলভেট কেক, পেছনে শান্ত নীল সমুদ্রের অপূর্ব দৃশ্য। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বিপাশা ও করণ সিং গ্রোভারের কণ্ঠে ‘মাম্মা’ বিপাশার জন্য গাওয়া ‘হ্যাপি বার্থডে’ গান।

 

 

 

ভিডিওটির সঙ্গে বিপাশা লিখেছেন, “আমার হৃদস্পন্দনদের ধন্যবাদ বাঁদরটাকে ও আমার ছোট্ট সোনাকে” এর সঙ্গে যোগ করেছেন গোলাপি হার্ট ও নজর কাটার ইমোজি।আরেকটি স্টোরিতে অভিনেত্রী লেখেন, “নিজেকে জানাই শুভ জন্মদিন। বছরের আমার অন্যতম প্রিয় দিন। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।  আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্যও আন্তরিক ধন্যবাদ। চিরকৃতজ্ঞতা রইল।” অর্থাৎ নিজের জন্মদিনে ঈশ্বর ও প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি বিপাশা।

 

বিপাশাকে খুশি করার কোনও সুযোগই যে হাতছাড়া করেন না তাঁর স্বামী   করণ সিং গ্রোভার, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মালদ্বীপে ছুটির মধ্যেও বিপাশার সকালের চা বানানো থেকে শুরু করে, বিপাশা ও ছোট্ট দেবীর প্রতিটি মুহূর্ত উপভোগ নিশ্চিত করা সবেতেই যত্নশীল স্বামী ও দায়িত্ববান বাবার ভূমিকায় করণ।বিপাশার জন্মদিনে ইনস্টাগ্রামে মেয়ে দেবীর সঙ্গে অভিনেত্রীর একটি আদুরে ছবি শেয়ার করে করণ লিখেছেন একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা। তাঁর কথায়, “এই বিশাল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে ধৈর্যশীল মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি ভালবাসি, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আমার পুরো পৃথিবী…শুভ জন্মদিন আমার মাঙ্কি। বিপাশা বসু, প্রতি বছর তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। আমি তোমাকে ভীষণ ভালবাসি।”

 

লালরঙা হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দেওয়া এই পোস্ট যেন আরও একবার প্রমাণ করল গ্ল্যামারের বাইরেও বিপাশার জীবনের সবচেয়ে বড় সম্পদ তাঁর পরিবার।