আজকাল ওয়েবডেস্ক: নিজেদের দাবি নিয়ে ফের পথে নেমেছেন কৃষকরা। তাঁদের আন্দোলনের শুরু থেকেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। নানা দিকে প্রতিবাদ, কৃষক মিছিল রাজধানী ঢোকা আটকে দিতে একগুচ্ছ কড়া পদক্ষেপ কেন্দ্রের। তবু গত কয়েকদিন ধরেই নিজেদের দাবি আদায়ে অনড় কৃষকরা রাস্তায়। আন্দোলনরত কৃষকরা জানিয়েছিলেন শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে গ্রামীণ ভারত বনধ। আন্দোলনের মাঝেই শম্ভু সীমান্তে মৃত্যু হয়েছে এক কৃষকের। জানা গিয়েছে, শুক্রবার সকালে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক কৃষকের। ভোরবেলা তিনি অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত নিকটবর্তী রাজপুরার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাতিয়ালার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই কৃষকের। কৃষক আন্দোলনের পাশে দাঁরিয়ে বার্তা দিয়েছেন সঞ্জয় রাউত। তিনি বলেন, আন্দোলনরত কৃষকরা সমস্ত দেশের কৃষকদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যেভাবে তাঁদের আন্দোলন থামানো হচ্ছে, তা ঠিক হচ্ছে না বলেও জানান তিনি।
