সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?—
 জয় শাহরুখ
ফের জয়জয়কার শাহরুখ খানের। ভালচার্স সেকেন্ড স্টান্ট অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল বলিউডের ‘বাদশা’-র দু’দুটি ছবি। ‘পাঠান’ এবং ‘জওয়ান’। একই তালিকায় রয়েছে কিয়ানু রিভস, টম ক্রুস-এর ছবিও। ‘জন উইকস ৪’ এবং ‘মিশন ইমপসিবল সেভেন’-এর সঙ্গে লড়বে শাহরুখের দুই ছবি। 
অমিতাভ চুপ!
বিগ বি-কে প্রথম বার ছবির স্ক্রিপ্ট শোনানোর এক মজাদার অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক আর বাল্কি। ‘চিনি কম’ ছবির স্ক্রিপ্ট শোনাতে অমিতাভ বচ্চনের কাছে সেদিন গিয়েছিলেন পরিচালক। এর আগে অভিনেতার সঙ্গে কাজ করেছেন। ফলে আত্মবিশ্বাসের সঙ্গেই পড়ে যাচ্ছিলেন চিত্রনাট্য। আচমকা খেয়াল করলেন অমিতাভ একেবারে চুপ! হলটা কী! তার পরেই বুঝলেন কী ঘটেছে! বিগ বি-র গলা নকল করে স্ক্রিপ্ট পড়ছিলেন তিনি!
ভয় কীসের!
২০১৭-র ছবি মুল্ক-এর জন্য ঋষি কাপুরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অনুভব সিনহা। সামান্য উত্তপ্ত কথাবার্তা। কিন্তু তাতে মোটেই ভয় পাননি পরিচালক। উল্টে ঋষিকেই শুনিয়ে দেন, “আপনাকে ভয় পেতে যাব কেন! আমি আপনার কাকার সঙ্গেও কাজ করেছি!” শাম্মি কাপুরের সঙ্গে একটি টেলিভিশন শো-তে কাজ করেছিলেন অনুভব। 
রশ্মিকার কান্না
রণবীর কাপুরকে ঠাস করে এক চড় মেরেছিলেন রশ্মিকা মন্দানা। বাস্তবে নয়। ছবিতে। ‘অ্যানিম্যাল’ ছবিতে ছিল দৃশ্যটি। অভিনেত্রী জানান, এই দৃশ্যের শুট শেষ হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। ক্যামেরার সামনে শট দেওয়ার সময় নাকি মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন রশ্মিকা।