আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আসতে আর বেশি দেরি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যা জুড়ে। তার মাঝে চলছে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান। একে একে হাজির হচ্ছেন বহু মানুষ, ২২ জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকবেন খোদ দেশের প্রধানমন্ত্রী। হাজির থাকবেন দেশের প্রথম সারির নেতা নেত্রীরা। রামমন্দিরের উদ্বোধনের আগে বুধবার ভোররাতে মন্দিরে এসে পৌঁছয় রাম লালার মূর্তি। তিনটি মূর্তির মধ্যে থেকে ভাস্কর অরুণ যোগীরাজের তোইরি করা মূর্তিকে বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার, শুভ মুহূর্ত দেখে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ গর্ভ গৃহের বেদীতে বসানো হবে রাম লালার মূর্তি। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। অরুণ ভাস্করের তৈরি করা ওই মূর্তির ওজন ১৫০ থেকে ২০০ কেজি। বুধবার সন্ধেয় শোভাযাত্রা করে মন্দিরের সামনে নিয়ে আসা হয় ওই মূর্তি, ক্রেনে করে নামানো হয় রামলালার মূর্তি। অন্যদিকে ফুলে সজ্জিত রূপোর একটি রাম লালার মূর্তি নিয়ে অযোধ্যা পরিভ্রমণ হয়। যদিও, ওই মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হবে না।
