আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ জেতার পর ভারতের ট্রফি নিয়ে পালিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি দেখেছেন নকভি ট্রফি নিয়ে পালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সইকিয়াও জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী সম্মেলনে নকভির বিরুদ্ধে তারা নালিশ জানাবেন।

নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি। 

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিত? দুই মহাতারকাকে নিয়ে সন্দেহ প্রকাশ প্রাক্তন তারকার

ভারতের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া বলছেন, ''এশিয়া কাপ ট্রফি আমাদের দেওয়া হয়নি, এটাই শুনেছি। আমাদের খেলোয়াড়ম্যানেজমেন্ট অপেক্ষায় ছিল। আমাদের ট্রফি হাতে দেওয়া হয়নি। আমাদের ক্রিকেটাররা দীর্ঘসময় অপেক্ষায় ছিল। কিন্তু ট্রফি নিয়ে চলে যায়ওরা খেলতে গিয়েছিল।ফইনাল জিতেছে। যে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাসের পাতায় তার নামই লেখা থাকবে। ট্রফি দেওয়া হয়েছে অথবা দেওয়া হয়নি, সেটা লেখা থাকবে না''

তেওয়াটিয়া আরও বলেন, ''ওরা আমাদের ট্রফি দেয়নি সেটা ওদের ব্যাপার। ওদের মাথাব্যথা। ভারত ফাইনালে জিতেছেট্রফি ফিরিয়ে দিয়ে ওরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়নি'' এশিয়া কাপের ফাইনালের পর মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। নিজেই ট্রফি নিয়ে চলে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পিসিবির প্রধান। এখনও চ্যাম্পিয়নশিপ ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। তাঁর বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তাঁকে এসিসির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। এই ঘটনায় প্রশাসক হিসেবে নকভির নাম খারাপ হয়েছে। জানা যাচ্ছে, শেষমেষ ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন নকভি। তবে সেই ট্রফি টিম ইন্ডিয়াকে কীভাবে পৌঁছে দেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি

পিসিবির প্রধানের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, পদ ছাড়তে হতে পারে তাঁকে। ভারতীয় দলকে ট্রফি না দিয়ে হাঁটা মারেন এসিসির প্রধান। এবার তাঁকে একটি পদ বেছে নিতে বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে থেকে একটি পদ বেছে নিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে দুটো দিক তিনি সামলাতে পারছেন না। এশিয়া কাপের ফাইনালের ঘটনার পর শহিদ আফ্রিদি তাঁকে একটি পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তোলেন। এই দুটো পদ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভিজয় শাহ আইসিসিতে যাওয়ার পর এই পদে আসেন তিনি। এশিয়া কাপে পাকিস্তান রানার্স হলেও ভারতের কাছে তিনবার হারে। যার ফলে পিসিবির দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বোর্ড পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: 'ওর রেকর্ড কিন্তু খুব ভাল, গিলকে আরেকটু অপেক্ষায় রাখা যেত...', ভারতের দল ঘোষণা দেখে বিস্মিত প্রাক্তন তারকা ...