আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নেবে ‘টিম ইন্ডিয়া’। আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে আয়োজকরা। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নেওয়ার পর এটিই হবে অশ্বিনের প্রথম বড় টুর্নামেন্ট। গত মাসেই আইপিএল থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন অশ্বিন। এক্স (পূর্বে টুইটার)হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, এটি তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে তিনি বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অশ্বিনের আইপিএল ছাড়ার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কারণ শোনা যাচ্ছিল ২০২৬ মরশুমের আগে নিলামে রাজস্থান রয়্যালসে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।
তবে শেষ পর্যন্ত ২০২৫ সালে চেন্নাই সুপার কিংসের হয়েই শেষ আইপিএল খেলেন তিনি। এরও আগে ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান। হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত অশ্বিন। তিনি বলেন, ‘এই ফরম্যাটে আলাদা কৌশল প্রয়োজন এবং ম্যাচগুলো হবে ভীষণ গতিময়। পুরনো সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। পাশাপাশি প্রতিপক্ষের মানসম্মত খেলোয়াড়দের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতাও চ্যালেঞ্জিং হবে।’ অন্যদিকে আয়োজকরা জানিয়েছেন, ‘আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার অশ্বিনের অন্তর্ভুক্তি ভারতীয় দলে অভিজ্ঞতা, গভীরতা এবং তারকাখ্যাতি যোগ করবে।’
অশ্বিনের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে আইপিএলে তিনি ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ৪/৩৪। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান, সর্বোচ্চ ৫০। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর ওপরে আছেন কেবল অনিল কুম্বলে (৬১৯)। একদিনের ক্রিকেটে ১১৬ ম্যাচে ১৫৬ উইকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৬৫ খেলায় ৭২ উইকেট নিয়েছেন এই স্পিনের জাদুকর। আন্তর্জাতিক ক্রিকেটের রঙিন অধ্যায় শেষ হলেও, এবার নতুন মঞ্চে আবারও নিজের দক্ষতা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। শোনা যাচ্ছে, বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যেই কথাবার্তা চলছে ৩৮ বছর বয়সি স্পিনারের। সেই জল্পনা সত্যি হলে, প্রথম ভারতীয় হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নাকি ইতিমধ্যেই অশ্বিনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘অশ্বিনের মতো স্বনামধন্য প্লেয়ারকে বিবিএলে পেলে আমাদের অনেক দিক থেকে লাভ হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর আগমনে বিগ ব্যাশ লিগ আরও সমৃদ্ধ হবে।’ অশ্বিনও নাকি জানিয়েছেন তিনি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলা শুরু করেছেন। যদিও বিষয়টা কিন্তু অতটা সহজ হবে না অশ্বিনের কাছে। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে।
অশ্বিনকে কেনার খরচও নেহাৎ কম হবে না। ফলে কীভাবে সমাধানসূত্র পাওয়া যায়, সেই চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সব ঠিকঠাক চললে মেলবোর্নের দলে খেলতে পারেন অশ্বিন। বিবিএল’ও যথেষ্ট আগ্রহী প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে নিয়ে। কারণ ভারতীয় তারকারা বিগ ব্যাশে খেলেন না। আর প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে বিবিএলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, জল্পনা ছিল অবসরের পর অশ্বিনের পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। তারপর শোনা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা লিগে তিনি খেলতে পারেন। যদিও এ বিষয়ে অশ্বিনের পক্ষ থেকে সরাসরি এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এখন শোনা যাচ্ছে, অশ্বিন বিবিএলে খেলতে পারেন।
