আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রাক্তন সতীর্থ ও বন্ধু জাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলভারো আরবেলোয়া।

তিনি জানিয়েছেন, দায়িত্ব পরিবর্তন হলেও তাঁদের বন্ধুত্বে কোনও ফাটল ধরেনি। বরং রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আলোনসো তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এমনটাই দাবি করেছেন আরবেলোয়া। সম্প্রতি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসো রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়েন। দলের হতাশাজনক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের অস্থিরতার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ক্লাবের যুব দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকে। প্রাক্তন কোচের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে আরবেলোয়া স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই।

তিনি বলেন, ‘ও আমাকে শুভেচ্ছা জানিয়েছে, যেমনটা আমিও ওর জন্য করতাম। আমাদের বন্ধুত্ব সবকিছুর ঊর্ধ্বে। জাবির সঙ্গে আমার কী কথা হয়েছে, সেটা আমাদের মধ্যেই থাকবে।’

৪২ বছর বয়সি আরবেলোয়ার সামনে এখন একাধিক বড় চ্যালেঞ্জ। লা লিগায় বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হারের যন্ত্রণাও এখনও কাটেনি।

মঙ্গলবার প্রথম সাংবাদিক সম্মেলনে আরবেলোয়া স্বীকার করেন, কাজের চাপ ও দায়িত্ব সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। তবে দারুণ উৎসাহ নিয়েই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।

তাঁর কথায়, ‘আমি জানি সামনে কী দায়িত্ব রয়েছে। তবে আমি খুবই উত্তেজিত। এমন একটা দল রয়েছে আমার কাছে যারা লড়াই করতে ও জিততে উদগ্রীব।’

দায়িত্ব নেওয়ার দিনই প্রথমবার দলকে অনুশীলন করান নতুন ম্যানেজার। তিনি স্পষ্ট করে দেন, রিয়াল মাদ্রিদে জয়ের ধারা ফিরিয়ে আনা এবং ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।

২০২০ সাল থেকে রিয়াল মাদ্রিদের কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত থাকা আরবেলোয়ার সামনে সময় খুবই কম। বুধবারই কোপা দেল রে-র শেষ ষোলোয় দ্বিতীয় ডিভিশনের দল আলবাসেতের বিরুদ্ধে নামতে হবে লস ব্লাঙ্কোসকে।

একদিনের অনুশীলন সেশনের পরেই তাঁকে নক আউটের ম্যাচে দল নামাতে হবে। খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৩৮টি ম্যাচ খেলেছেন আরবেলোয়া।

এই সময়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ মোট আটটি বড় ট্রফি জিতেছেন। ক্লাবের প্রতি নিজের আনুগত্যের কথাও ফের একবার তুলে ধরেন তিনি। ‘এই ক্লাবের সঙ্গে আমি ২০ বছর ধরে যুক্ত। যতদিন তারা চাইবে, ততদিন আমি থাকব,’ বলেন নতুন কোচ।

তাঁর লক্ষ্য বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানো এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে-তে শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করা।

আরবেলোয়ার কথায়, ‘খেলোয়াড়রা যেন মাঠে আনন্দ পায় এবং ক্লাবের মর্যাদা রাখে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যাজ পরার সুযোগ জীবনের সেরা প্রাপ্তি।’