আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহরা নিঃশেষ হয়ে যাচ্ছেন। তাঁদের জন্য অভিনব এক আইডিয়া দিলেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য বলবিন্দর সিং সান্ধু।
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বিশেষজ্ঞ ফিল্ডার মোতায়েন করার পরামর্শ দিলেন প্রাক্তন বোলার।
বলবিন্দর সিং সান্ধুর মতে, ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বিশেষজ্ঞ কোনও ফিল্ডার রেখে দিলে কোহলি-রোহিত-বুমরাহদের মতো সিনিয়র ক্রিকেটারদের উপরে চাপ থাকে না। তাঁদের ধকল হবে না। সান্ধু বলছেন, ''এই তারকারাই আসলে চুম্বক। বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ। তাঁদের ছাড়া সার্কাস সস্তা মেলায় পর্যবসিত হবে। যে হাঁস সোনার ডিম দিচ্ছে তাদের কেন মেরে ফেলবে।''
সান্ধু আরও বলেন, ''বিরাট কোহলি স্কোয়ার লেগে ফিল্ডিং করছে, এটা দেখার জন্য কেউ আসবে না মাঠে। সবাই কোহলির কভার ড্রাইভ দেখার জন্যই আসবে। ঘরোয়া ক্রিকেটে ফিল্ডিং করুক পরিবর্ত খেলোয়াড়রা। এই তারকাদের রক্ষা করো, তাঁদের কেরিয়ার যাতে দীর্ঘ হয়, সেই চেষ্টা করো।''
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে চলতি এশিয়া কাপের ওমান ম্যাচে বুণরাহকে বিশ্রাম দেওয়া হবে। ওমান ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বেশ কিছু বদল হতে পারে।
এশিয়া কাপে দুই ম্যাচে তিন উইকেট পেয়েছেন বুমরা। হয়ত আহামরি নয়। কিন্তু স্ট্রাইক রেট দুর্দান্ত। দলের সেরা বোলারকে বেছে বেছে ম্যাচে খেলাতে চায় ভারত। ওমান ম্যাচের সেভাবে কোনও গুরুত্ব নেই ভারতের কাছে। তাই বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ রবিরার সুপার ফোরে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ ফের পাকিস্তান। সেই ম্যাচে বুমরাকে তরতাজা অবস্থায় চায় দল। তাই ওমান ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রথম একাদশে একটাই বদল হবে। বুমরা খেলবেন না। বাকি দল নাকি অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ ওমান ম্যাচেও দলে জায়গা হবে না রিঙ্কু সিংয়ের। তবে বুমরার জায়গায় সুযোগ পেতে পারেন অর্শদীপ সিং। তবে হর্ষিত রানার নামও টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে।
এদিকে, জানা গেছে বুধবার ভারতীয় দল অনুশীলন করবে না। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। বোর্ডের তরফে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার অনুশীলন হবে না। কেউ কথাও বলবেন না। ওই দিন ক্রিকেটারদের পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে।
সুপার ফোরের আগে ভারতীয় ক্রিকেটাররা যাতে তরতাজা থাকেন তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছে ভারত। ব্যাটার থেকে বোলার, প্রত্যেকেই দুবাইয়ের গরমে নিজেদের নিংড়ে দিয়েছেন। তাঁদের উপর আর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: হতাশ করলেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্সে আট নম্বরে শেষ করলেন সোনার ছেলে...
