আজকাল ওয়েবডেস্ক: সিটিজেন্স ফোরাম সর্বজনীন দুর্গোৎসব ( ফুলবাগান) ২০২৫-এর প্রশংসনীয় উদ্যোগ। নারী শক্তির জাগরণের সমর্থনে সিটিজেন্স ফোরাম সিদ্ধান্ত নেয় যে এবারের পুজো মহিলা পরিচালিত কমিটির দ্বারা হবে। অঞ্চলের মহিলাদের উৎসাহ তাই চোখে পড়ার মতো। ১৮ থেকে ৮০, সব বয়সের মেলবন্ধনে এই কমিটি তাদের প্রথম কর্মসূচি পালন করে।
পুজোর মঙ্গল কামনায় পিতৃপক্ষের বিশেষ তিথিকে সামনে রেখে কলস পুজো করে। চলে লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিশেষ রক্তদান শিবির। ৪৬ জন রক্তদান করেন। রক্তদানের ক্ষেত্রে সিটিজেন্স ফোরাম-এর মহিলা পুজো কমিটির সদস্য়দের উৎসাহ ছিল মনে রাখার মতো।
এ তো গেলো রক্তদান শিবির। এছাড়াও মহিলা পরিচালিত কমিটির সিদ্ধান্ত পুজোর নারী শক্তি সম্মান পেলেন প্রাক্তন জাতীয় ফুটবল দলের অধিনায়িকা কুন্তলা ঘোষ দস্তিদার এবং আইএফএ-র সহ-সচিব তথা ভারতবর্ষের প্রথম মহিলা ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখোপাধ্যায়। এছাড়াও অঞ্চলের ১৪ জন মায়ের হাতে মাতৃত্ব সম্মান তুলে দেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার অ্য়ালভিটো ডি কুনহা ও বিধায়ক তথা মেয়র মেম্বার ইন কাউন্সিল দেবাশীষ কুমার, লায়ন্স ক্লাব কলকাতার চেয়ারম্যান প্রদীপ নাইয়ার।
