কয়েকদিন হালকা শীতের পর ফের একবার শীতের খেলা শুরু। বুধবার সকাল থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটা নিচের দিকে।
2
8
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রিতে নেমেছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
3
8
নতুন বছরের শুরু থেকেই শীতের খেলা দেখা গিয়েছে। তবে কয়েকদিন একটু শীত কম ছিল। সেখান থেকে ফের একবার শীত ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন অংশে জাঁকিয়ে পড়ছে।
4
8
কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন অংশেও তাপমাত্রার পারদ নামছে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতির এখন বদল হবে না।
5
8
উত্তরেও চলছে শীতের দাপট। সকালের দিকে থাকছে ঘন কুয়াশা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে চলছে শীতের খেলা। ফলে পর্যটকদের কাছে এটা বাড়তি প্রাপ্তি।
6
8
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও রাতের দিকে তাপমাত্রা নামছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় রাতের দিকে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রির ঘরে চলছে। পাশাপাশি রয়েছে হিমেল হাওয়ার দাপট।
7
8
মকর সংক্রান্তিতে শীতের দাপট থাকবে এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেইমতো রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা কমের দিকেই রয়েছে।
8
8
জানুয়ারি মাসে শীতের খেলা চলবে বলেই মনে করা হচ্ছে। চলতি বছরে শীতের স্পেল বেশি থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো নিজের খেলা দেখাচ্ছে শীতল হাওয়া।