আজকাল ওয়েবডেস্ক: ওয়াশিংটন সুন্দরের চোটে দলে সুযোগ পান আয়ুশ বাদোনি। ভারত-নিউজিল্যান্ডের শেষ দুই একদিনের ম্যাচে সুযোগ পান। কিন্তু তাঁর দলে সুযোগ পাওয়াকে ভালভাবে নেয়নি ক্রিকেট মহলের একাংশ। অনেকেই মনে করেন, রিয়ান পরাগ এবং রিঙ্কু সিংয়ের কথাও ভাবা যেতে পারত। এই নিয়ে গৌতম গম্ভীরকে তুলোধোনা করেন ক্রিকেট পণ্ডিতরা। এবার এই নিয়ে মুখ খুললেন সিতাংশু কোটাক। তাঁকে নেওয়ার কারণ দেখান। ভারতের ব্যাটিং কোচ দাবি করেন, ভারতীয় এ দলের হয়ে ভাল খেলেছেন বাদোনি। আইপিএলেও রান পেয়েছিলেন। পাশাপাশি ডান হাতি অফ ব্রেক বোলার। তাই ওয়াশিংটনের আদর্শ পরিবর্তন হতে পারেন তিনি।
কোটাক বলেন, 'ও টানা খেলছে এবং ভাল পারফর্ম করছে। ভারতীয় এ দলের হয়ে ভাল খেলেছে। নির্বাচকরা দল বাছে। ওয়াশিংটন না থাকলে, মাত্র পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না। যেমন আগের ম্যাচে, আমরা যদি পাঁচজন বোলারকে নিয়ে খেলতাম এবং ওয়াশিংটন চতুর্থ বা পঞ্চম ওভারে চোট পেত, তাহলে বাকি ওভারগুলো কে করত? তাই সব দলই বোলিংয়ে ষষ্ঠ বিকল্প রাখতে চায়। তাই ওয়াশিংটনের মতো বোলার কার্যকরী হয়। কখনও সেই জায়গা আরও একজন ব্যাটিং অলরাউন্ডার পূরণ করতে পারে। প্রয়োজনে একজন যাতে চার-পাঁচ ওভার বল করে দিতে পারে। ভারতীয় এ দলের হয়ে বাদোনি কয়েকটা অর্ধশতরান করেছে। বলও করতে পারে। আইপিএল এবং সাদা বলের ক্রিকেটে ভাল খেলেছে।'
প্রসঙ্গত, ওয়াশিংটন সুন্দরের আগে ঋষভ পন্থও চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলকে দলে নেওয়া হয়। আর ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে ডাক পান বাদোনি। বুধবার রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচ। তাতে সুযোগ পাবেন কিনা সন্দেহ। সবটাই নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের ওপর। এদিন জিতে সিরিজ পকেটে পুরতে চাইবে ভারত।২৭টি লিস্ট এ ক্রিকেটে ৬৯৩ রান করেন বাদোনি। গড় ৩৬.৪৭। স্ট্রাইক রেট ৯৩। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১০০। বল হাতে ১৮টি উইকেট নেন। গত বছর দক্ষিণ আফ্রিকার ভারত সফরে অর্ধশতরান করেন। গতবছর অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধেও দুই ম্যাচে তিন উইকেট নেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৪৬ ইনিংসে ৯৬৩ রান করেন। গড় ২৬.৭৫। স্ট্রাইক রেট ১৩৮.৫৬। তারমধ্যে রয়েছে ছ'টি অর্ধশতরান। সর্বোচ্চ ৭৪।
