আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। ‘নবাগত’ ওমানকে হারাল ৯৩ রানে। পাকিস্তানকে ১৬০ রানের বেশি এগোতে দেয়নি ওমানের বোলিং। কিন্তু ব্যাটিং করতে নেমেই যেন থরহরি কম্পমান তারা। সেই কারণে ওমানকে হারাতে বিশেষ কসরত করতে হল না পাকিস্তানকে। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে গেল ওমান। ৯৩ রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সলমন আঘার দল।
 
 শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। শুরুটা কিন্তু অসাধারণ করে ওমান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফয়সাল শাহর বলে এলবিডবলিউ হন সাইম আইয়ুব। ফারহান ২ রানের মাথায় জীবন পান। সাহেবজাদা ফারহান অনেক আগেই আউট হয়ে যেতে পারতেন, যদি না শাকিল আহমেদের বলে জীবন পেতেন। ৫ ওভার পর্যন্ত যথেষ্ট কৃপণ বোলিং করেছিলেন ওমান বোলাররা। রান উঠেছিল মাত্র ৩১। এরপরেই গিয়ার বদল করে পাকিস্তান। ষষ্ঠ ওভারে ওঠে ১৬ রান। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান পৌঁছে যায় ৪৭ রানে।
 
 মহম্মদ হ্যারিস ২২ গজে ঝড় তুলে ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের পার্টনারশিপ ভাঙে সাহেবজাদা (২৯) আউট হতে। এর খানিক পরে আমির কালিমের বলে ৪৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন হ্যারিসও। তাঁর আউটের পর খেলায় ফেরে ওমান। একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক সলমন আঘা (০), হাসান নওয়াজ (৯)। শেষের দিকে মহম্মদ নওয়াজ ১০ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফাহিম আশরাফ করেন ৪ বলে ৮। নওয়াজ এবং আশরাফ অবশ্য অপরাজিত ছিলেন না। শেষপর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ৭ উইকেটে ১৬০ রানে।
আরও পড়ুন: ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল বিরুষ্কাকে, মজাদার গল্প শোনালেন মহিলা ক্রিকেট তারকা...
 
 জবাবে ব্যাট করতে নেমে  ‘আয়ারাম গয়ারাম’ অবস্থা হয় ওমানের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাইম আইয়ুবের বলে বোল্ড যতিন্দর সিং (১)। আরেক ওপেনার আমির কালিমকে ১৩ রানে ফেরান আইয়ুব। কিছুক্ষণ লড়াই চালান হাম্মাদ মির্জা। কিন্তু ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলে সুফিয়ান মুকিমের বলে আউট হন তিনি। এরপর পাক বোলারদের সামনে ওমান ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটাই বেশি করে ফুটে ওঠে। ওমানের ইনিংস শেষ হয় ৬৭ রানে। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট। শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, মহম্মদ নওয়াজের শিকার ১টি করে উইকেট। রবিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।  
এদিকে, মহারণের আগে ভারতীয় দলকে ফোকাস ধরে রাখার বার্তা দিয়ে রাখলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
 
 বৃহস্পতিবার চণ্ডীগড়ে এক ইভেন্টে গিয়ে কপিল বলেন, ‘ভারতীয় প্লেয়ারদের উচিত শুধু খেলায় মনটা রাখা। ওদের টিমটা যথেষ্ট ভাল। তাই রবিবার ভারতের জেতা উচিত। তবে টিমকে বাইরের আওয়াজে কান দিলে চলবে না। শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সে মন দিতে হবে। আমি টিমকে বলব, মাঠে যাও। আর গিয়ে স্রেফ ম্যাচটা জিতে আসো।’
